ভোজ্যতেলের ৪ শতাংশ অগ্রিম কর প্রত্যাহার

বণিক বার্তা অনলাইন

আসন্ন রমজান মাসে পণ্যের দাম সহনীয় রাখার অংশ হিসেবে অপরিশোধিত সয়াবিন তেল পামওয়েলের তেলের ওপর শতাংশ অগ্রিমকর প্রত্যাহার রেছে জাতীয় রাজস্ব বোর্ড(এনবিআর)। রবিবার (১১ এপ্রিল) সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে এ তথ্য জানানো হয়েছে।

এনবিআর চেয়ারম্যান আবু মো. হেনা রহমাতুল মুনিম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হচ্ছে, ভোজ্যতেলের বাজার নিয়ন্ত্রণে সয়াবিন পামতেলে আরোপিত অগ্রিম আয়কর (এআইটি) প্রত্যাহার করা হয়েছে তবে সুবিধা কেবল ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানগুলো পাবে বলে জানান এনবিআরের সিনিয়র তথ্য কর্মকর্তা (জনসংযোগ) সৈয়দ মুমেন 

এর আগে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে প্রস্তাবনাসহ বাণিজ্য মন্ত্রণালয় এনবিআরের মধ্যে কয়েক দফা বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে বাণিজ্য মন্ত্রণালয় থেকে অপরিশোধিত সয়াবিন পামতেল আমদানিতে আরোপিত কর ভ্যাট যৌক্তিক হারে নির্ধারণের জন্য এনবিআরকে অনুরোধ করা হয়

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন