ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের কর-পরবর্তী নিট মুনাফা কমেছে

নিজস্ব প্রতিবেদক

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরে পুঁজিবাজার তালিকাভুক্ত ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কর-পরবর্তী নিট মুনাফা কমেছে। কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে কোটি ১৫ লাখ ৭৫ হাজার ১৯৭ টাকা। যেখানে এর আগের হিসাব বছরে নিট মুনাফা ছিল ১১ কোটি ২৪ লাখ ৮২ হাজার ৩৪৩ টাকা। সেই হিসাবে কর-পরবর্তী নিট মুনাফা কমেছে কোটি লাখ হাজার টাকা বা ১৮ দশমিক ৫৯ শতাংশ।

সমাপ্ত হিসাব বছরের জন্য মোট ১০ শতাংশ লভ্যাংশ সুপারিশ করেছে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ। এর মধ্যে শতাংশ নগদ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। সম্প্রতি পর্ষদের ২০৪তম সভায় সিদ্ধান্ত নেয়া হয়। সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশসহ অন্যান্য এজেন্ডা পর্যালোচনা অনুমোদনের জন্য আগামী ১০ জুন বেলা ৩টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। -সংক্রান্ত রেকর্ড ডেট নিধারণ করা হয়েছে ২৮ এপ্রিল।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন