২৫ শতাংশ লভ্যাংশ দেবে উত্তরা ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য মোট ২৫ শতাংশ লভ্যাংশ দেয়ার সুপারিশ করেছে উত্তরা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ। এর মধ্যে সাড়ে ১২ শতাংশ নগদ সাড়ে ১২ শতাংশ স্টক লভ্যাংশ। সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশসহ অন্যান্য এজেন্ডা পর্যালোচনা অনুমোদনের জন্য আগামী ২০ মে সকাল ১১টায় ডিজিটাল মাধ্যমে এজিএম আহ্বান করা হয়েছে। -সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে মে। সম্প্রতি উত্তরা ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৩৫তম সভা থেকে এসব সিদ্ধান্ত নেয়া হয়।

সমাপ্ত হিসাব বছরে উত্তরা ব্যাংকের সমন্বিত এনএভি দাঁড়িয়েছে হাজার ৭৪৬ কোটি ৩৩ লাখ টাকা। ২০১৯ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে যা ছিল হাজার ৫৬৫ কোটি ৩৩ লাখ টাকা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন