কভিডের নতুন রূপ

৩৬০০ কোটি ডলার ক্ষতির মুখে পড়বে টোকিও

বণিক বার্তা ডেস্ক

জাপানের রাজধানী টোকিওতে নভেল করোনাভাইরাসের নতুন রূপ দ্রুত ছড়িয়ে পড়লে দেশটির অর্থনীতি হাজার ৬০০ কোটি ডলারের ক্ষতির মুখে পড়বে। তবে যদি সংক্রমণ কমিয়ে আনা যায় তাহলে অর্থনীতিতে এই ক্ষতিকর প্রভাব হ্রাস করা যাবে বলে মনে করছেন টোকিও বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদরা। খবর কিয়োদো নিউজ এজেন্সি।

তুলনামূলক দ্রুতভাবে ঘটছে টোকিওতে করোনাভাইরাসের মিউটেশন বা রূপান্তর। ধারা চলতে থাকলে আগামী মে মাসে শহরটিতে প্রতিদিন সংক্রমিতের সংখ্যা দাঁড়াতে পারে হাজার ৪০০ জনে। এপ্রিলের শুরুতে সংখ্যা ৫০০ বা তার চেয়ে কিছু বেশি দেখা গেছে। গবেষকদের অনুমান বলছে, নতুন এই করোনার ধরনগুলোই জুলাই মাসের কভিড-১০ সংক্রমণের হারকে ব্যাপকভাবে বাড়িয়ে দেবে।

টোকিও বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক দাইসুকে ফুজি সহযোগী অধ্যাপক তাইসুকে নাকাতার নেতৃত্বাধীন একটি দল বিষয়টি নিয়ে গবেষণা করছেন। তারা বলেন, যদি এভাবে সংক্রমণ বাড়তে থাকে তাহলে কেবল টোকিওর অর্থনীতিই হাজার ৬০০ কোটি ডলার সমপরিমাণ ক্ষতির সম্মুখীন হবে। তবে যদি সংক্রমণের হার কমিয়ে আনা যায় তাহলে এই অর্থনৈতিক ক্ষতির মাত্রাও কমবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন