ট্রাম্পের টুইটগুলো নিজ প্লাটফর্মে রাখবে না টুইটার

বণিক বার্তা ডেস্ক

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইট সংগ্রহ সংরক্ষণের জন্য আবেদন করতে পারবে না যুক্তরাষ্ট্রের ন্যাশনাল আর্কাইভস অ্যান্ড রেকর্ডস অ্যাডমিনিস্ট্রেশন (এনএআরএ) সহিংসতায় উসকানি দেয়ার অভিযোগে গত জানুয়ারিতে ট্রাম্পের অ্যাকাউন্টকে স্থায়ীভাবে নিষিদ্ধ করেছিল টুইটার। বারাক ওবামার মতো সাবেক প্রেসিডেন্টদের টুইটার অ্যাকাউন্ট টুইটগুলো নিজস্ব আর্কাইভে সংরক্ষণ করা হলেও ট্রাম্পের বেলায় তা করবে না টুইটার। খবর গার্ডিয়ান।

টুইটার কর্তৃপক্ষ জানায়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য জাতীয় অনলাইন আর্কাইভে ডোনাল্ড ট্রাম্পের টুইটগুলো থাকলেও টুইটার প্লাটফর্মে টুইটগুলো থাকবে না। রিয়ালডোনাল্ডট্রাম্প অ্যাকাউন্টটির কনটেন্ট সংরক্ষণের জন্য এনএআরএর সঙ্গে আমাদের লোকজন কাজ করছে, যেমনটা আমরা অন্যান্য অ্যাকাউন্টের বেলায় করে থাকি। আর্কাইভ করা অ্যাকাউন্টগুলো সাধারণত আমাদের প্লাটফর্মেও দেখা যায়। কিন্তু ওই অ্যাকাউন্টটি যেহেতু আমরা স্থায়ীভাবে নিষিদ্ধ করেছি, ফলে ওই অ্যাকাউন্ট এবং এর কনটেন্ট টুইটার প্লাটফর্মে আর পাওয়া যাবে না।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন