ভারতে একদিনে আক্রান্ত প্রায় দেড় লাখ,মৃত্যু ৭৯৪

বণিক বার্তা অনলাইন

ভারতে করোনা পরিস্থিতি দিনদিন ভয়াবহ রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় করোনায় এক লাখ ৪৫ হাজার ৩৮৪ জন আক্রান্তের পাশাপাশি মৃত্যু হয়েছে ৭৯৪ জনের। এ নিয়ে ভারতে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা দাঁড়াল এক কোটি ৩২ লাখ এবং মৃতের পরিমাণ এক লাখ ৬৮ হাজার ৪৩৬ জন। খবর এনডিটিভি

টানা চতুর্থ দিনের মতো ভারতে এক লাখের বেশি করোনা রোগী শনাক্ত হলো। করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর ভারতে করোনা সক্রিয় রোগীর সংখ্যা দশ লাখ ছড়িয়েছে। সংক্রমণের প্রকোপ ঠেকাতে ভারতের বিভিন্ন জায়গায় লকডাউন ঘোষণা করছে সরকার। মহারাষ্ট্রে শনিবার থেকে লকডাউন শুরু হচ্ছে। দিল্লীতে সব স্কুল ও কলেজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মধ্যপ্রদেশ সরকারও আগামী সোমবার পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে।

গত পাঁচদিনে ভরতে ছয় লাখ ১৬ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছে। এই সময়ের মধ্যে তিন হাজার ৩৩৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন