নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ২৩তম সমাবর্তন ভার্চুয়ালি অনুষ্ঠিত

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ২৩তম সমাবর্তন সম্প্রতি ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের প্রতিনিধি হিসেবে সমাবর্তনে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সমাবর্তনের বক্তা ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক . কাজী শহীদুল্লাহ এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এমএ কাশেম। সম্মানিত অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য আজিম উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ, আজিজ আল কায়সার, ইয়াসমীন কামাল, রেহানা রহমান, তানভীর হারুন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের পরিচালক জামিল আহমেদ। সমাবর্তনের মার্শাল হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্যের নির্বাহী উপদেষ্টা অধ্যাপক . তানভীর আহমেদ খান।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বে প্রতিনিয়ত জ্ঞানের বিষয়গুলো পরিবর্তিত হচ্ছে। বেঁচে থাকার জন্য নতুন নতুন জ্ঞান অর্জন করা জরুরি। তাই শিক্ষার্থীদের শেখাতে হবে কীভাবে জীবনব্যাপী শিখতে হয়।

সমাবর্তন বক্তা সালমান এফ রহমান বলেন, অনুগ্রহ করে ভুলে যাবে না যে, এতগুলো লোক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তোমাদের জীবনে অবদান রেখেছিল, যা তোমাদের আজকের সাফল্য এনে দিয়েছে।

অধ্যাপক . কাজী শহীদুল্লাহ বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন মহামারীতে বিশ্ববিদ্যালয়গুলোকে অনলাইনে সম্পূর্ণ শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য পূর্ণ সহযোগিতা করেছে।

এবারে সমাবর্তনে হাজার ১৪ জন স্নাতক স্নাতকোত্তর শিক্ষার্থীকে সনদ দেয়া হয়।  বছর দুজন কৃতী শিক্ষার্থীকে চ্যান্সেলর এবং আট কৃতী শিক্ষার্থীকে ভাইস চ্যান্সেলর স্বর্ণ পদক দেয়া হয়। বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন