মুদ্রা সংকটে স্বর্ণ বিক্রি করছে তুরস্ক

বণিক বার্তা ডেস্ক

চলমান অর্থনৈতিক সংকট মোকাবেলায় গত ফেব্রুয়ারিতে প্রায় কোটি ১৭ লাখ টন স্বর্ণ বিক্রি করেছে তুরস্ক। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের প্রতিবেদন অনুযায়ী, ফেব্রুয়ারিতে হলুদ ধাতুর মূল ক্রেতা ছিল দেশটির কেন্দ্রীয় ব্যাংক। তারা প্রায় কোটি ১৭ লাখ টন স্বর্ণ কিনেছে। খবর আরব নিউজ।

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের মার্কেট ইন্টেলিজেন্স ম্যানেজার কৃষ্ণ গোপাল বলেন, ফেব্রুয়ারি পর্যন্ত মোট কেনাবেচার চিত্র পরিবর্তন করে দিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। ভারত, উজবেকিস্তান, কাজাখস্তান কলম্বিয়া থেকে যে পরিমাণ স্বর্ণ কেনা হয়েছিল, তাকে ছাড়িয়ে গেছে তুরস্ক থেকে কেনার পরিমাণ। আমরা আশা করি, ২০২১ সালে কেন্দ্রীয় ব্যাংক মূল ক্রেতা হবে। তবে তাত্ক্ষণিকভাবে কেন্দ্রীয় ব্যাংকের চাহিদার সমান জোগান দেয়া গেছে সেটিই বড় কথা।

বর্তমানে তুরস্কের বার্ষিক মুদ্রাস্ফীতি দুই বছরের মধ্যে সবচেয়ে বেশি। ফলে আবার কমেছে লিরার মান। সর্বশেষ তথ্য অনুযায়ী, মার্চে বার্ষিক মূল্যস্ফীতি বেড়েছে ১৬ শতাংশ।গত দুই বছরে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান কেন্দ্রীয় ব্যাংকের চারজন প্রধানকে একে একে বরখাস্ত করেছেন। ফলে বিনিয়োগকারীদের আস্থা হারিয়েছে ব্যাংকটি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন