উড়ন্ত ট্যাক্সি স্টার্টআপে বিনিয়োগ করছে এফআইআই ইনস্টিটিউট

বৈদ্যুতিক উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান লিলিয়ামে বিনিয়োগের ঘোষণা দিয়েছে সৌদি আরবের ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ ইনস্টিটিউট (এফআইআই-আই) বিশেষ বাহনগুলো উলম্বভাবে উড়তে নামতে সক্ষম। এফআইআই ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা রিচার্ড এটিয়াস বলেন, লিলিয়ামে বিনিয়োগের বিষয়টি আমাদের ইনস্টিটিউটের লক্ষ্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। কারণ আমরা এমন উদ্যোগ প্রকল্পে বিনিয়োগ করতে চাই, যেগুলো মানবতার ওপর ইতিবাচক প্রভাব রাখে। সাত আসনবিশিষ্ট লিলিয়ামের উড়োজাহাজ টেকসই কম কার্বন নির্গমন করবে। উড়ন্ত ট্যাক্সিটি যানজট এড়িয়ে যাত্রীদের ২৫০ কিলোমিটার পর্যন্ত দূরত্বে নিয়ে যেতে সক্ষম। গত বছর ইউরোপীয় উড়োজাহাজ সুরক্ষা সংস্থা (ইএএসএ) থেকে সিআআই-এ০১ সার্টিফিকেটও পেয়েছে। এখন তারা মার্কিন নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল এভিয়েশন অথরিটির (এফএএ) সার্টিফিকেট পেতে চায়। লিলিয়ামের প্রধান স্ট্র্যাটেজি অফিসার আলেকজান্ডার অ্যাশলি বলেন, টেকসই বিনিয়োগের ক্ষেত্রে এফআইআই ইনস্টিটিউটকে আমরা বিশ্বের সেরাদের একটি মনে করি। তাদের অংশীদার হিসেবে পাওয়ায় আমাদের লক্ষ্যে পৌঁছানো আরো সহজ হবে। খবর আরব নিউজ

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন