শ্রীলংকা সফরের জন্য ২১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা

বণিক বার্তা অনলাইন

আসন্ন শ্রীলংকা সফরের জন্য ২১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১২ এপ্রিল শ্রীলংকার উদ্দেশে রওনা হবে বাংলাদেশ ক্রিকেট দল প্রাথমিক দলের ২১ জনই শ্রীলংকা সফর করবেন

করোনাভাইরাসের কারণে সফরে কোনো নেট বোলার দেবে না স্বাগতিক শ্রীলংকা ফলে সফরে অতিরিক্ত কিছু খেলোয়াড় নিয়ে যেতে হচ্ছে বাংলাদেশ দলকে তাই ২১ জনের দল গড়েছেন নির্বাচকরা

দলে ডাক পেয়েছেন শুভাগত হোম চৌধুরী প্রায় বছর পর তিনি টেস্ট দলে ফিরলেন সাকিব আল হাসানের জায়গায় ডাক পেয়েছেন শুভাগত আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলবেন বলে শ্রীলংকা সফরের দলে নেই সাকিব এতে সুযোগ মিলল ৩৪ বছর বয়সী শুভাগতর, যিনি সর্বশেষ ২০১৬ সালের অক্টোবরে বাংলাদেশের হয়ে টেস্ট খেলেছেন

শুভাগতকে নিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, শুভাগত বেশ কিছুটা সময় পরে দলে ফিরেছে, যদিও প্রথম শ্রেণীর ক্রিকেটে সে ধারাবাহিকভাবে পারফর্ম করেছে আমরা তাকে একজন ব্যাটিং অল-রাউন্ডার হিসেবে বিবেচনা করছি, যদিও তার অফ-ব্রেক বোলিংটা বেশ কার্যকর হতে পারে এবং স্পিন বিভাগে আমাদের সুযোগও বাড়বে 

ইনজুরির কারণে বাদ পড়েছেন নিউজিল্যান্ড সফর করা পেসার হাসান মাহমুদ যদিও প্রথমবারের মতো বাংলাদেশ টেস্ট দলে ডাক পেয়েছেন পেস ত্রয়ী মুকিদুল ইসলাম, শহীদুল ইসলাম শরিফুল ইসলাম

তাদের নিয়ে প্রধান নির্বাচকের মূল্যায়ন, তারা (শরিফুল, মুকিদুল শহীদুল) আমাদের এইচপি কাঠামোতে ছিল এবং দুর্দান্ত পারফর্ম করে আমাদের মুগ্ধ করেছে বিশেষ করে, এই মৌসুমে ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেটে মুকিদুল শহীদুলের পারফরম্যান্স ছিল নজরকাড়া তারা বাংলাদেশ টেস্ট ক্রিকেটের ভবিষ্যত তাদের প্রত্যেকেরই বয়স পড়ে আছে এবং মেধাবী

শ্রীলংকায় সিরিজের দুটি টেস্টই অনুষ্ঠিত হবে ক্যান্ডির পাল্লেকেলেতে প্রথমটি শুরু হবে ২১ এপ্রিল, দ্বিতীয়টি ২৯ এপ্রিল থেকে তার আগে ১৭ ১৮ এপ্রিল নিজেদের মধ্যে ওয়ার্ম-আপ ম্যাচ খেলবেন মুমিনুলরা তারপরই চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন নির্বাচকরা

শ্রীলংকা সফরের টেস্ট দল

মুমিনুল হক (অধিনায়ক), লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহী, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান, নাঈম হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, সাইফ হাসান, ইয়াসির আলী, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম, শুভগত হোম, শহীদুল ইসলাম, নুরুল হাসান সোহান

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন