চট্টগ্রামে শিক্ষা উপমন্ত্রী

নিষেধাজ্ঞা অমান্য করে শিক্ষাপ্রতিষ্ঠান খুললে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ব্যুরো

নিষেধাজ্ঞা অমান্য করে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা হলে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। গতকাল চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে করোনা টিকার দ্বিতীয় ডোজ নেয়ার পর সাংবাদিকদের তিনি কথা বলেন।

শিক্ষা উপমন্ত্রী বলেন, মন্ত্রিপরিষদে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিষয়ে প্রশাসনকে মাঠপর্যায়ে মনিটরিং করার দায়িত্বও দেয়া হয়েছে। যারাই নির্দেশনা অমান্য করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

কওমি মাদ্রাসার প্রসঙ্গে তিনি বলেন, কওমি শিক্ষার সর্বোচ্চ ডিগ্রিকে সরকার সম্মান দিয়ে মাস্টার্সের সমমর্যাদা দিয়েছে। তার পরও তারা দেশব্যাপী বিশৃঙ্খলা সৃষ্টি করলে সরকার বিষয়টি পুনর্বিবেচনা করবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন