দেশজুড়ে করোনার দ্বিতীয় ডোজের টিকাদান শুরু

বণিক বার্তা ডেস্ক

কভিভ-১৯ সংক্রমণ প্রতিরোধে দেশজুড়ে দ্বিতীয় ডোজের টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। গতকাল কার্যক্রম শুরু হয়। এর আগে বুধবার বিভিন্ন জেলায় দ্বিতীয় ডোজের টিকা বিভিন্ন জেলা উপজেলায় পাঠিয়ে দেয়া হয়। প্রথম ডোজের টিকা নেয়া ব্যক্তিদের মধ্যে যাদের আট সপ্তাহ পূর্ণ হয়েছে, তাদের টিকা দেয়া হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর

বরিশাল: বরিশালে করোনা কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে মহানগরী এবং জেলার সব টিকাকেন্দ্রে টিকার দ্বিতীয় ডোজ দেয়ার কার্যক্রম শুরু হয়। প্রথম দিন মহানগরীতে ৮০০ জনকে টিকার দ্বিতীয় ডোজ দেয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এদিন যারা দ্বিতীয় ডোজ নিয়েছেন, তারা কোনো শারীরিক সমস্যায় পড়েননি। পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা দেয়নি। সুষ্ঠু-সুন্দর পরিবেশে এবং স্বাস্থ্যবিধি মেনে জেনারেল হাসপাতালে দ্বিতীয় ডোজের টিকাগ্রহণ কার্যক্রম চলছে বলে জানিয়েছেন বরিশাল জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মলয় কৃষ্ণ বড়াল।

এর আগে গত বুধবার বরিশালে করোনা টিকার দ্বিতীয় ডোজের চালান এসে পৌঁছে। দ্বিতীয় দফায় এসেছে মোট লাখ ২০ হাজার ডোজ টিকা। এর মধ্যে বরিশাল জেলার জন্য ৫১ হাজার ডোজ, ঝালকাঠির জন্য ১৮ হাজার, পটুয়াখালীর ৩০ হাজার এবং বরগুনা জেলার জন্য বরাদ্দ রয়েছে ২১ হাজার ডোজ টিকা।

ফরিদপুর: সকাল সাড়ে ৯টায় ফরিদপুর সদর হাসপাতালে টিকাদান কেন্দ্রে দ্বিতীয় ডোজ টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয়। এর উদ্বোধন করেন জেলা প্রশাসক অতুল সরকার। সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আলিমুজ্জামান, সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান, বিএমএর সভাপতি ডা. জাহাঙ্গীর চৌধুরী প্রমুখ।

সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান বলেন, ফরিদপুরে প্রথম ডোজে টিকা এসেছিল ৬০ হাজার। আমরা সে টিকা ৫৯ হাজারের ৫২২ জনকে দিয়েছি। দ্বিতীয় ডোজ পেয়েছি ৪২ হাজার।

হিলি: হাকিমপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স চত্বরে স্থাপিত বুথে টিকা প্রদান কার্যক্রম শুরু হয়। হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. গাদ্দাফি শিকদার বলেন, প্রথম পর্যায়ে আমরা দ্বিতীয় ডোজের ১৫ ভায়াল টিকা পেয়েছি, যা দিয়ে হিলিতে হাজার ৫০০ জনকে প্রদান করা হবে। এখন পর্যন্ত উপজেলায় হাজার ৩২৪ জন করোনার প্রথম ডোজের টিকা গ্রহণ করেছেন।

ঝিনাইদহ: জেলা সদর হাসপাতালসহ ছয় উপজেলার নির্ধারিত টিকা কেন্দ্রগুলোয় টিকা প্রদান করা হয়। সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, বুধবার ঝিনাইদহে হাজার ৮০০ অ্যাম্পুল টিকা এসেছে। প্রতি অ্যাম্পুলে ১০ জন করে সর্বমোট ৪৮ হাজার জন টিকা গ্রহণ করতে পারবেন।

বাগেরহাট: জেলায় করোনা টিকার দ্বিতীয় ডোজ প্রদান কর্মসূচির প্রথম দিনেই টিকা নিয়েছেন হাজার ৩৭ জন। বাগেরহাট সদর হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালের টিকাদান কেন্দ্রে টিকা প্রদান করা হয়েছে। এর আগে বুধবার বিকালে দ্বিতীয় ডোজের জন্য ৩৬ হাজার ডোজ টিকা বাগেরহাট সিভিল সার্জনের কার্যালয়ে পৌঁছায়। বাগেরহাট জেলায় প্রথম ধাপে ৫২ হাজার ৯৯২ জন করোনা টিকা গ্রহণ করেন বাগেরহাটবাসী। বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির তথ্য জানান।

টাঙ্গাইল: সকালে প্রথম দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করেন জেলা প্রশাসক মো. আতাউল গনি। এর পর সিভিল সার্জন আবুল ফজল মো. সাহাব উদ্দিন, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদসহ অন্যরা দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করেন। এর আগে বুধবার টাঙ্গাইলে দ্বিতীয় ডোজের ৬৩ হাজার করোনা টিকা পৌঁছে।

সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাব উদ্দিন খান জানান, গত ২৯ জানুয়ারি টাঙ্গাইলে প্রথম ধাপে লাখ ২০ হাজার ডোজ পৌঁছায়। গত বুধবার পর্যন্ত টাঙ্গাইলের ১২টি উপজেলার ৪২টি কেন্দ্রে ৯৭ হাজার ১৭৮ জন করোনাভাইরাসের টিকা গ্রহণ করেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন