ব্রাহ্মণবাড়িয়া পৌর মেয়রের দায়িত্ব গ্রহণ

বণিক বার্তা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নবনির্বাচিত মেয়রের দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে ওই অনুষ্ঠানে নায়ার কবির পৌর মেয়রের দায়িত্ব গ্রহণ করেন। এদিন পৌর পরিষদের প্রথম সভাও অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি হেফাজতে ইসলামের হরতালে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার কার্যালয় পুড়িয়ে দেয়া হয়। ফলে মেয়রের দায়িত্ব গ্রহণ প্রথম সভা খোলা আকাশের নিচেই অনুষ্ঠিত হয়েছে। সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে নায়ার কবির বলেন, দ্বিতীয়বারের মতো আমার পৌর মেয়রের দায়িত্ব গ্রহণ আনন্দের হওয়ার কথা ছিল। কিন্তু গত ২৮ মার্চ হেফাজতের হরতাল চলাকালে ভাংচুর অগ্নিসংযোগের ঘটনা এটিকে বিষাদময় করে তুলেছে। ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাটি আজ প্রাণহীন। পুড়িয়ে দেয়া হয়েছে সব নথিপত্র, রেকর্ডপত্র ১৫০ বছরের ঐতিহ্যকে। তাই বাধ্য হয়েই খোলা আকাশের নিচে বসে আমি মেয়রের দায়িত্বভার গ্রহণ করছি। তিনি পরিস্থিতিতে পৌরসভার নাগরিকরা সব ধরনের সেবা থেকে বঞ্চিত হওয়ায় দুঃখ প্রকাশ করেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন