করোনাভাইরাসে দেশে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

বণিক বার্তা অনলাইন

দেশে গেল ২৪ ঘণ্টায় (সকাল ৮টা পর্যন্ত) দেশে আরো ৭৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে টানা তৃতীয় দিন ষাটজনের বেশি মানুষের মৃত্যু হল। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়াল ৯ হাজার ৫২১-এ। একই সময়ে দেশে আরো ৬ হাজার ৮৫৪ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে।  এ নিয়ে দেশে শনাক্তকৃত রোগীর সংখ্যা দাঁড়াল ৬ লাখ ৬৬ হাজার ১৩২ জনে।

আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দেশে গেল বছর ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের তথ্য জানায় সরকার। সারাবিশ্বের মতো বাংলাদেশেও মাত্র ৩ মাসের মাথায় দৈনিক শনাক্ত ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়ে। এরপর গেল ডিসেম্বর থেকে তা কমতে থাকে। এমনকি একসময় দৈনিক শনাক্ত ৩০০-রও নিচে নেমে আসে। এরই মধ্যে দেশে করোনার টিকাকরণও শুরু হলে কিছুটা স্বস্তি নামে। তবে এই স্বস্তি খুব বেশিদিন টেকেনি। দেশে সংক্রমণের যখন একবছর হতে চলেছে, ঠিক সেসময় ফের নতুন করে বাড়তে শুরু করে সংক্রমণ। তা ভয়াবহ আকারে বাড়ছেই। প্রায় প্রতিদিনই ছাড়িয়ে যাচ্ছে আগের দিনের সংক্রমণের সংখ্যা। এরই মধ্যে গত সোমবার থেকে সাতদিনের জন্য লকডাউন ঘোষণা করেছে সরকার।

আজকের বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গেল ২৪ ঘণ্টায় দেশের ২৪৩টি ল্যাবরেটরিতে ৩৩ হাজার ১৯৩টি নমুনা পরীক্ষা করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, একদিনে আরও ৩ হাজার ৩৯১ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৫ লাখ ৬৫ হাজার ৩০ জন হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন