টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু

আজ (বৃহস্পতিবার) সারাদেশে করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু হয়েছে। পাশাপাশি পূর্বনিবন্ধিতদের প্রথম ডোজের টিকা দেয়া চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

স্বাস্থ্য অধিদপ্তরের অপারেশনাল প্ল্যানের লাইন ডিরেক্টর ডা. মো.শামসুল হক জানান, দ্বিতীয় ডোজপ্রাপ্তদের কাছে এসএমএস চলে গেছে। যারা ৭ ও৮ ফেব্রুয়ারির পাশাপাশি ২৬ ও ২৭জানুয়ারি পরীক্ষামূলক টিকা নিয়েছিলেন তাদের অনেকে দ্বিতীয় ডোজ নেবেন। কেউ কোনোকারণে এসএমএস না পেলে কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন।’

তিনি আরো জানান, গত ৭ ফেব্রুয়ারি গণটিকাদান শুরুর পর এখন পর্যন্ত ৫৫ লাখ ৬৮ হাজার ৭০৩ জন টিকার প্রথম ডোজ নিয়েছেন। তাদের এখন দ্বিতীয় ডোজ দেয়া হবে।

ডা. মো. শামসুল হক বলেন, প্রথম ডোজের জন্য যারা নিবন্ধন করেছেন তাদের অনেকে বিভিন্ন কারণে টিকা নিতে পারেন নাই। তারা যদি আসেন,আমরা টিকা দিব।যেহেতু দ্বিতীয় ডোজ দেয়া শুরু হয়েছে, প্রথম ডোজ বন্ধ হবে কি না এই বিষয়ে এখনো কোনো নির্দেশনা আসে নাই। নির্দেশ নানা আসা পর্যন্ত প্রথম ডোজ টিকা দেয়া অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ভারতের সেরাম ইন্সটিটিউটিউটের উৎপাদিত কোভিশিল্ড নামের এই টিকা দুই মাসের ব্যবধানে দুটি ডোজ নিতে হয়।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন