নৌ-নিরাপত্তা সপ্তাহ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

মুজিব বর্ষের শপথ, নিরাপদ রবে নৌপথ প্রতিপাদ্য সামনে রেখে গতকাল থেকে শুরু হয়েছে নৌ-নিরাপত্তা সপ্তাহ-২০২১। ১৩ এপ্রিল পর্যন্ত দেশে নৌ-নিরাপত্তা সপ্তাহের কর্মসূচি পালিত হবে। নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে নৌ নিরাপত্তা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি নৌ নিরাপত্তা সপ্তাহের উদ্বোধন করেন।

নৌ-পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর এজেডএম জালাল উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি (ভার্চুয়ালি) এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান সৈয়দ মো. তাজুল ইসলাম (ভার্চুয়ালি), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক (ভার্চুয়ালি), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল (যাত্রী পরিবহন) সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিন আহমদ বীর বিক্রম, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুল আলম চৌধুরী (ভার্চুয়ালি) বক্তব্য রাখেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন