বাংলাদেশে করোনার দক্ষিণ আফ্রিকার ধরণও ক্রিয়াশীল

বণিক বার্তা অনলাইন

দেশে করোনাভাইরাসের ইউকে ভ্যারিয়েন্ট প্রাপ্তির কথা আগেই জানিয়েছিল আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র আইসিডিডিআর,বি। সম্প্রতি শনাক্ত হয় দক্ষিণ আফ্রিকার ধরণটি। বর্তমানে দেশে করোনার ধরণগুলোর মধ্যে দক্ষিণ আফ্রিকার ধরণটিই সবচেয়ে বেশি ক্রিয়াশীল হয়ে উঠেছে বলে জানিয়েছে সংস্থাটি।

গত ৬ জানুয়ারি ইউকে ভ্যারিয়েন্টের সন্ধান পায় আইসিডিডিআর,বি। মার্চের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত এ ধরণটি সবচেয়ে বেশি সক্রিয় ছিল। 

গবেষণার তথ্য বলছে, মার্চের তৃতীয় সপ্তাহে দক্ষিণ আফ্রিকার ধরণ দেশে সবচেয়ে সক্রিয় হয়ে ওঠে। পরের সপ্তাহেই দেখা যায়, মোট সংক্রমণ শনাক্তের ৮১ শতাংশই ভাইরাসটির দক্ষিণ আফ্রিকা ধরণ।

আইসিডিডিআর,বি জানায়, ১ জানুয়ারি থেকে ২৪ মার্চ পর্যন্ত আইইডিসিআর ও স্বাস্থ্য অধিদপ্তরের সহায়তায় দেশে করোনার ধরণ নিয়ে কাজ করে সংস্থাটি। এজন্য ১৬ হাজার ২৬৫টি নমুনা আরটি-পিসিআর টেস্ট করা হয়। এর মধ্যে ২ হাজার ৭৫১টি নমুনা পজিটিভ পাওয়া যায়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন