পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৯

বণিক বার্তা ডেস্ক

পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় নয়জন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর

বরিশাল: জেলায় মালবাহী ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। গতকাল দুপুর সোয়া ১২টার দিকে সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের ভেদুরিয়া বাজারসংলগ্ন এলাকায় ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার টুমচর দাখিলিয়া মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল জলিল (৫২) মোটরসাইকেল চালক আলাউদ্দিন (২০) তথ্যের সত্যতা নিশ্চিত করেন ওসি (তদন্ত) সানোয়ার হোসেন।

ফেনী: ফেনীর সোনাগাজী দাগনভূঞায় পৃথক সড়ক দুর্ঘটনায় ফাহাদ হোসেন (২০) সালাউদ্দিন হূদয় (২৪) নামে দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে দুর্ঘটনা ঘটে।

পুলিশ প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সোনাগাজী পৌর শহরের তাকিয়া সড়কের ইরানী হোটেলের সামনে একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। তাত্ক্ষণিক স্থানীয়রা এগিয়ে এসে মোটরসাইকেলের চালক মো. ফাহাদ হোসেনকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফাহাদ সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের আবদুল আজিজ খোকনের ছেলে। সোনাগাজী মডেল থানার ওসি মো. সাজেদুল ইসলাম পলাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এদিকে মঙ্গলবার রাত ১০টার দিকে দাগনভূঞার দুধমুখা বাজারসংলগ্ন উলাল মিয়ার টেক এলাকায় কাভার্ড ভ্যান সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সালাউদ্দিন হূদয় নামে এক যুবক নিহত হয়। হূদয় কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নের জামাল উদ্দিন দুলালের ছেলে। দাগনভূঞা থানার ওসি ইমতিয়াজ আহমেদ তথ্য জানান।

নওগাঁ: নওগাঁর বদলগাছীতে সড়ক দুর্ঘটনায় আব্দুল খালেক (৫২) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ১০টায় নজিপুর-বদলগাছী সড়কের বদলগাছী আবহাওয়া অফিসের পশ্চিম পাশে দুর্ঘটনাটি ঘটে। আব্দুল খালেক মহাদেবপুর উপজেলার রাইগাঁ ইউনিয়নের নাউরাইল পূর্বপাড়া গ্রামের মৃত সামির উদ্দিনের ছেলে। বদলগাছী থানার ওসি আতিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

রাজশাহী: রাজশাহী নগরীতে ট্রাক সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো একজন। গতকাল বেলা ৩টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের দামকুড়া থানার মুরারিপুর এলাকায় দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ঘোষিয়ালপাড়া এলাকার আবদুস সাত্তার (৫৫), তার স্ত্রী ফেরদৌসি বেগম (৪৫) এবং একই উপজেলার বোগলা এলাকার বাসিন্দা সিএনজিচালক আনসার আলী (৪০) দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম তথ্য জানান।

শেরপুর: শেরপুরের নকলা উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে। গতকাল দুপুরে নকলা-নালিতাবাড়ী সড়কের ধনাকুশা নতুন বাজারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ধনাকুশা গ্রামের আনোয়ার হোসেনের শিশুকন্যা আলেয়া () নিহত হয়। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মুশফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চত করেছেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন