রোটর ইউনিটের উৎপাদন চালু করেছে মোজাফফর হোসেন স্পিনিং

নিজস্ব প্রতিবেদক

রোটর ইউনিটের বন্ধ থাকা অর্ধেক সক্ষমতার উৎপাদন চালু করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড। গত এপ্রিল থেকে ইউনিটটির উৎপাদন শুরুর সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পর্ষদ। রোটর ইউনিটটির মোট স্থাপিত সক্ষমতা দৈনিক ১৬ হাজার কেজি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে তথ্য জানা গেছে।

গত বছর চলতি বছরে মোজাফফর হোসেন স্পিনিং মিলসের রোটর রিং ইউনিটে একাধিকবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কোম্পানিটির ২১ কোটি ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২০ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের ঘোষণা দিয়েছে কোম্পানিটির পর্ষদ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন