ভারতে একদিনে আক্রান্ত ১ লাখ ১৬ হাজার

বণিক বার্তা অনলাইন

ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ে আবারো একদিনে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বুধবার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন এক লাখ ১৫ হাজার ৭৩৩ জন। যা এখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এর আগে গত সোমবার সংক্রমণের সংখ্যা লাখ ছুঁয়েছিল। 

এ নিয়ে ভারতে মোট করোনা আক্রান্ত প্রায় এক কোটি ২৯ লাখ। মৃত্যু হয়েছে এক লাখ ১৫ হাজারের বেশি মানুষের। 

করোনার দ্বিতীয় ঢেউয়ে সবচেয়ে খারাপ পরিস্থিতিতে আছে ভারতের মহারাষ্ট্র। সেখানে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৫৫ হাজার ৪৬৯ জন। মহারাষ্ট্রের মতোই মুম্বাইয়ের পরিস্থিতিও ভয়াবহ। গত ২৪ ঘণ্টায় সেখানে ২৯৭ জনের মৃত্যু হয়েছে। 

এছাড়া কর্ণাটক, ছত্তীসগড়, দিল্লী, উত্তর প্রদেশ, পাঞ্জাব, তামিল নাড়ুর মতো রাজ্যগুলোর পরিস্থিতি দিনদিন খারাপ হচ্ছে।  

মঙ্গলবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় কর্মকর্তা ভি কে পাল দেশের সরকার ও জনগণকে সতর্ক করে বলেন, ‘দেশে মহামারি ভয়ংকর অবস্থার দিকে যাচ্ছে। দেশের বেশিরভাগ মানুষ করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছে। সময়ের সঙ্গে সংক্রমণের হার আরো বাড়বে বলেও জানান তিনি।

ভারতে এখন পর্যন্ত সাড়ে আট কোটি মানুষকে করোনার ভাইরাসের টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এরমধ্যে প্রায় ৫৪ লাখ মানুষকে দ্বিতীয় ডোজও দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন