ভুট্টা রফতানি ২৫% কমেছে ইউক্রেনের

বণিক বার্তা ডেস্ক

চলতি বিপণনবর্ষের (অক্টোবর ২০২০ থেকে সেপ্টেম্বর ২০২১) প্রথমার্ধে ইউক্রেনের ভুট্টা রফতানি ২৫ শতাংশ কমেছে। চলতি সেশনের প্রথম ছয় মাসে দেশটির ভুট্টা রফতানির মোট পরিমাণ ছিল কোটি ৫৯ লাখ টন। এর মধ্যে চীনের কাছে সবচেয়ে বেশি পরিমাণ ভুট্টা রফতানি হয়েছে। ইউক্রেনের বাণিজ্যবিষয়ক পরামর্শক সংস্থা এপিকে-ইনফর্মের সাম্প্রতিক পরিসংখ্যানে বিষয়টি জাননো হয়। রাজস্ব আদায়ের নথিপত্র অনুসারে পরিসংখ্যান দেয়া হয়েছে। খবর রয়টার্স।

এপিকে-ইনফর্মের পরিসংখ্যান অনুসারে অক্টোবর ২০২০ থেকে মার্চ ২০২১ পর্যন্ত চীনে ৬০ লাখ টন ভুট্টা রফতানি করেছে ইউক্রেন। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের কাছে ৫০ লাখ টন, মিসরের কাছে ১৭ লাখ অন্যান্য দেশে ৩২ লাখ টন ভুট্টা রফতানি করে দেশটি।

দেশটির অর্থ মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২০ সালে ইউক্রেনের ভুট্টা উৎপাদনের পরিমাণ ছিল প্রায় তিন কোটি টন। তবে ২০২০-২১ বিপণনবর্ষে দেশটির ভুট্টা রফতানির পরিমাণ কোনোভাবেই কোটি ৪০ লাখ টনের বেশি হবে না। অগ্রাধিকার ভিত্তিতে দেশটির অভ্যন্তরীণ চাহিদা পূরণে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন