শিগগিরই স্বাভাবিক হচ্ছে চিপ সরবরাহ, আশাবাদ অ্যাসারের

২০২১ সালের দ্বিতীয় প্রান্তিকে চিপ উৎপাদন সরবরাহের বৈশ্বিক সংকট অনেকটাই স্বাভাবিক হয়ে আসবে বলে জানিয়েছেন তাইওয়ানের কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান অ্যাসারের একজন জ্যেষ্ঠ নির্বাহী। অ্যাসারের প্যান-এশিয়া প্যাসিফিক অপারেশনসের প্রধান অ্যান্ড্রিউ হো সাংবাদিকদের বলেন, গত বছরের চতুর্থ প্রান্তিকে সংকটের সৃষ্টি হয়েছিল। এর পর থেকে চিপ উৎপাদনকারীরা সংকট উত্তরণে সরবরাহ বৃদ্ধিতে কাজ শুরু করছেন। ২০২১ সালের প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয় প্রান্তিকে চিপ সরবরাহের হার বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেছেন হো। রয়টার্স

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন