শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মোহাম্মদ আরিফ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ব্যুরো

বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের ২০২১-২৩ মেয়াদের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সৈয়দ মোহাম্মদ আরিফ (এমস ইন্টারন্যাশনাল লিমিটেড) এছাড়া সৈয়দ ইকবাল আলী (ট্রান্সমেরিন লজিস্টিকস লিমিটেড) সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন খান (কসকল শিপিং লাইনস লিমিটেড) ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

নগরের হোটেল আগ্রাবাদের ইছামতি হলে অনুষ্ঠিত নির্বাচনে অর্ডিনারি ক্যাটাগরি থেকে ১৬ জন এবং অ্যাসোসিয়েট ক্যাটাগরি থেকে আটজন পরিচালক নির্বাচিত হয়েছেন। গতকাল অ্যাসোসিয়েশনের সভাকক্ষে নির্বাচনী তফসিল অনুযায়ী নবনির্বাচিত পরিচালকদের সর্বসম্মত ভোটে সভাপতি সিনিয়র ভাইস চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।

অর্ডিনারি ক্যাটাগরি থেকে নির্বাচিত পরিচালকরা হলেন সৈয়দ মোহাম্মদ আরিফ (এমস ইন্টারন্যাশনাল লিমিটেড), সৈয়দ ইকবাল আলী (ট্রান্সমেরিন লজিস্টিকস লিমিটেড), ওসমান গনি চৌধুরী (ইউএস লাইনস ওভারসিজ লিমিটেড), মো. শাহেদ ছরওয়ার (ক্রাউন নেভিগেশন কোম্পানি প্রাইভেট লিমিটেড), মো. আজফার আলী (সারাফ শিপিং এজেন্সি), মামুনুর রশিদ (মানুমা শিপিং লাইনস লিমিটেড), এসএম মাহবুবুর রহমান (বিএস কার্গো এজেন্সিস লিমিটেড), আবু খালেদ মোহাম্মদ শাকিল আহসান (ওশান নেটওয়ার্ক এক্সপ্রেস বাংলাদেশ লিমিটেড), ক্যাপ্টেন সৈয়দ সোহেল হাসনাত (ফনিক্স শিপিং লিমিটেড), মোহাম্মদ আবদুল্লাহ জহির (পিআইএল বাংলাদেশ লিমিটেড), মো. সাজ্জাদুর রহমান (ইনেসক্যাপ শিপিং লাইনস লিমিটেড), মুনতাসির রুবাইয়াত (জিবিএক্স লজিস্টিকস লিমিটেড), মোহাম্মদ আসিফ ইফতেখার হোসাইন (ইভারেট বাংলাদেশ প্রাইভেট লিমিটেড), মুহাম্মদ জিয়াউল কাদের (পেনিনসুলার শিপিং সার্ভিসেস লিমিটেড), তানজিল আহমেদ রুহুল্লাহ (ইক্টটারএপাটট্ট এমরিটাইম লিমিটেড) এবং এসএম এনামুল হক (বেঙ্গল শিপিং লাইনস লিমিটেড)

অ্যাসোসিয়েট ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন ওয়াহিদ আলম (আল্ট্রা মেরিটাইম সার্ভিসেস লিমিটেড), খায়রুল আলম সুজন (ইএএস লিমিটেড), মোহাম্মদ শফিকুল আলম জুয়েল (রেডিয়েন্ট শিপিং লিমিটেড), শামসুদ্দিন আহমেদ চৌধুরী মিনার (গ্যালাক্সি লাইনস লিমিটেড), প্রবীর সিংহ (এলিট শিপিং লাইনস), মো. রিয়াজ উদ্দিন খান (কসকল শিপিং লাইনস লিমিটেড), মো. নজরুল ইসলাম (প্রাইড শিপিং লিমিটেড) নাজমুল হক (এঅ্যান্ডজে ট্রেডার্স)

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন