চলতি বছর ফ্রান্সের প্রবৃদ্ধি সম্ভাবনা ৫%

বণিক বার্তা ডেস্ক

চলমান লকডাউনের পরিপ্রেক্ষিতে ২০২১ সালে ফ্রান্সের অর্থনীতি শতাংশ সম্প্রসারিত হতে পারে। দেশটির অর্থমন্ত্রী ব্রুনো লো মেয়ার এক সাক্ষাত্কারে পূর্বাভাসের কথা জানান। এর আগে শতাংশ প্রবৃদ্ধি পূর্বাভাস দেয়া হলেও তৃতীয় দফায় লকডাউন আরোপের কারণে পূর্বাভাস কমিয়ে আনা হয়েছে। খবর রয়টার্স।

ফরাসি দৈনিক জেডিডিকে দেয়া সাক্ষাত্কারে অর্থমন্ত্রী ব্রুনো লো মেয়ার বলেন, নতুন পূর্বাভাস অনেক বাস্তবসম্মত। আমাদের অর্থনীতির মূল সূচকগুলো সচল রয়েছে। শিগগিরই আমরা ঘুরে দাঁড়াতে পারব বলে আশা রাখছি।

গত কয়েক সপ্তাহে করোনা সংক্রমণ বৃদ্ধিতে তৃতীয় দফায় লকডাউন আরোপ করেছে ফ্রান্স। আগামী চার সপ্তাহের জন্য স্কুল-কলেজ অগুরুত্বপূর্ণ দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বার রেস্তোরাঁগুলো কয়েক মাস ধরেই বন্ধ আছে। পর্যটক আগমন প্রায় স্থবির হয়ে পড়েছে। গত কয়েক বছর ধরে বিশ্বের সর্বোচ্চ পর্যটক আগমন হতো ফ্রান্সে। কিন্তু করোনা মহামারীতে বিশ্বের অন্যান্য অঞ্চলের মতো ফ্রান্সের পর্যটন পর্যটননির্ভর খাতগুলো মারাত্মক বিপর্যয়ের মুখোমুখি হয়েছে।

ইউরোপের অন্যান্য দেশের ধুঁকতে থাকা ফ্রান্সের বিভিন্ন কোম্পানিকে সহায়তায় ঋণ সরবরাহ করছে রাষ্ট্রায়ত্ত ঋণদাতা প্রতিষ্ঠানগুলো। কিন্তু সর্বশেষ লকডাউনের ফলে ফ্রান্সের দেড় লাখ ব্যবসাপ্রতিষ্ঠান সাময়িকভাবে তাদের কার্যক্রম বন্ধ করে দিচ্ছে।

অর্থ মন্ত্রণালয় বলছে, ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য হাজার ১০০ কোটি ইউরো সহায়তা দেয়া হবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন