হজ ব্যবস্থাপনায় নতুন আইন করতে সংসদে বিল

নিজস্ব প্রতিবেদক

কোনো হজ ওমরা এজেন্সি সৌদি আরব গিয়ে অপরাধ করলেও বাংলাদেশে সেই অপরাধের বিচার করা হবেএমন বিধান রেখে নতুন আইনের খসড়া সংসদে উঠেছে গতকাল ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান হজ ওমরাহ ব্যবস্থাপনা বিল-২০২১ সংসদে তোলেন পরে বিলটি ৪০ দিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেয়ার জন্য ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়

বিলে বলা হয়েছে, হজ ব্যবস্থাপনার জন্য সরকার -সংক্রান্ত জাতীয় কমিটি গঠন করবে হজ ওমরাহ এজেন্সিকে শর্ত মেনে নিবন্ধন নিতে হবে বলে বিলে বলা হয়েছে খসড়া আইনে বলা হয়েছে, হজের চুক্তি এখানে হওয়ার পরে কেউ সৌদিতে গিয়ে ঠকালে তবে ওই অপরাধ বাংলাদেশে হয়েছে বলে গণ্য করে আইন অনুযায়ী বিচার করা হবে প্রস্তাবিত আইনে বলা হয়েছে, নিবন্ধন পেতে হলে হজ এজেন্সিকে তিন বছর এবং ওমরাহ এজেন্সিকে দুই বছরের ট্রাভেল এজেন্সি পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে বিলে বলা হয়েছে, হজ এজেন্সিগুলো অনিয়ম করলে তাদের নিবন্ধন বাতিলের পাশাপাশি সর্বোচ্চ ৫০ লাখ টাকা জরিমানা করা হবে আর ওমরা এজেন্সি অনিয়ম করলে তারা নিবন্ধন হারানোর সঙ্গে সর্বোচ্চ ১৫ লাখ টাকা পর্যন্ত জরিমানার মুখে পড়বে

এছাড়া জামানত বাজেয়াপ্ত, নিবন্ধন স্থগিত, সতর্কীকরণ তিরস্কারের শাস্তি রয়েছে বিলে বলা হয়েছে, কোনো এজেন্সি পরপর দুবার তিরস্কৃত হলে স্বয়ংক্রিয়ভাবে তার নিবন্ধন দুই বছরের জন্য স্থগিত হয়ে যাবে কোনো এজেন্সির নিবন্ধন বাতিল হলে ওই এজেন্সির অংশীদার বা স্বত্বাধিকারীরা পরে কখনো হজ বা ওমরা এজেন্সির নিবন্ধন পাবে না অন্য কোনো এজেন্সির কাজেও সম্পৃক্ত হতে পারবে না হজ এজেন্সিগুলো স্বত্ব পরিবর্তন করতে চাইলে নিবন্ধন কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হবে বলে প্রস্তাবিত আইনে বলা হয়েছে

বিলের উদ্দেশ্য কারণ সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে হজ ওমরা ব্যবস্থাপনা বিষয়ে কোনো সংবিধিবদ্ধ আইন নেই নির্বাহী আদেশ, নীতিমালা, পরিপত্র ইত্যাদি দ্বারা কার্যক্রম পরিচালিত হচ্ছে বিষয়ে সংবিধিবদ্ধ আইন বিধিবিধানের প্রয়োজন দীর্ঘদিন ধরে অনুভূত হচ্ছে হজ ব্যবস্থাপনার সঙ্গে সম্পৃক্ত মন্ত্রণালয়, বিভাগ অন্যান্য সরকারি সংস্থার দায়দায়িত্ব আইনি বিধিবিধান দ্বারা সুস্পষ্ট করা হলে তা হজ ব্যবস্থাপনাকে আরো দক্ষ গতিশীল করতে সহায়ক হবে

চলচ্চিত্র শিল্পীদের কল্যাণে ট্রাস্ট করতে সংসদে বিল

বাংলাদেশের চলচ্চিত্র শিল্পীদের কল্যাণে একটি ট্রাস্ট গঠন করতে নতুন আইনের খসড়া সংসদে উঠেছে তথ্য সম্প্র্রচারমন্ত্রী হাছান মাহমুদ গতকাল সংসদেবাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট বিল-২০২১সংসদে তোলেন পরে বিলটি ৪৫ দিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেয়ার জন্য তথ্য সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয় বিলটি আনার কারণ সম্পর্কে মন্ত্রী বলেন, বাংলাদেশের চলচ্চিত্র শিল্পীদের কল্যাণ সাধন, পেশাগত কাজ করতে অক্ষম, অসমর্থ অসচ্ছল, অসুস্থ শিল্পীদের চিকিত্সা এবং মৃত্যু ঘটলে তার পরিবারকে প্রয়োজনে দাফন-কাফন বা শেষকৃত্যানুষ্ঠানে আর্থিক সহায়তা দিতে তাদের কল্যাণের জন্য একটি স্থায়ী প্রাতিষ্ঠানিক কাঠামো প্রয়োজন

প্রস্তাবিত আইনে বলা হয়েছে, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান তথ্য সম্প্র্রচারমন্ত্রী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এর সচিব হবেন ১৩ সদস্যের বোর্ডের কথা বিলে বলা হয়েছে বিলে বলা হয়েছে, ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সরকার নিয়াগ করবে ট্রাস্টে তহবিল আসবে সরকারি অনুদান, দেশী-বিদেশী ব্যক্তি-প্রতিষ্ঠানের অনুদান, লভ্যাংশ, ট্রাস্টের প্রতিষ্ঠান সম্পদের আয় থেকে কোনো চলচ্চিত্র শিল্পী মারা গেলে তার পরিবারের সদস্যরাও যাতে সহায়তা পায় খসড়া আইনে সে ব্যবস্থার কথাও বলা আছে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন