করোনা আক্রান্ত শচীন টেন্ডুলকার হাসপাতালে ভর্তি

বণিক বার্তা অনলাইন

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার এক সপ্তাহ পর হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতীয় ক্রিকেট-কিংবদন্তী শচিন টেন্ডুলকার।  চিকিৎসকদের পরামর্শে স্বাস্থ্য সতর্কতার অংশ হিসেবেই তাকে হাসপাতালে নেয়া হয়েছে।

শুক্রবার (২ এপ্রিল) তিনি নিজেই এক টুইট বার্তায় হাসপাতালে ভর্তি হওয়ার কথা জানান।  তিনি লিখেছেন, ‘আমার জন্য যারা প্রার্থনা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ও সতর্কতা হিসেবে আমি হাসপাতালে ভর্তি হয়েছি। আশা করছি আগামী কয়েক দিনের মধ্যেই বাড়ি ফিরতে পারব। সবার জন্য শুভকামনা, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।’

টুইটে  সব ভারতীয় ও সাবেক সতীর্থদের বিশ্বকাপ জয়ের দশকপূর্তির শুভেচ্ছাও জানান শচীন।

গত শনিবার ‘করোনা পজিটিভ’ হওয়ার কথা জানিয়েছিলেন টেন্ডুলকার। এ মাসের শুরুতে ভারতের রায়পুরে রোড সেফটি ক্রিকেট টুর্নামেন্ট—লিজেন্ডস ক্রিকেট নামে যেটি বেশি পরিচিত, সেই টুর্নামেন্টে খেলেছিলেন টেন্ডুলকার। সেখান থেকে ফিরে মৃদু উপসর্গ দেখা দিলে তিনি পরীক্ষা করান। শুধু শচীনই নন, করোনায় আক্রান্ত হন টুর্নামেন্টে টেন্ডুলকারের নেতৃত্বে শিরোপা জেতা ভারতের বেশ কয়েকজন ক্রিকেটার। এদের মধ্যে আছেন ইরফান পাঠান ও ইউসুফ পাঠান, সুব্রামানিয়াম বদ্রিনাথরা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন