উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড অ্যান্ড এক্সপো ২০২১

ফিচার প্রতিবেদক

এসএমসি স্মার্ট পিল প্রেজেন্টস উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড অ্যান্ড এক্সপো ২০২১ শুরু হতে যাচ্ছে। ১২ ১৩ মার্চ রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী অনুষ্ঠান। ১২ মার্চ বেলা ৩টায় মূল অনুষ্ঠান উদ্বোধন করবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। সময় ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন মৌলভীবাজার- আসনের সাবেক এমপি সৈয়দা সায়েরা মহসিন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ওরাকল করপোরেশনের কান্ট্রি ম্যানেজার রুবাবা দৌলা, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি ডিরেক্টর (প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট) ফাহিমা চৌধুরী মনি, রেড ক্রসের আন্তর্জাতিক রিলেশন অ্যান্ড কমিউনিকেশনের অ্যাডভাইজর মাহমুদা চৌধুরী, মুক্তিযোদ্ধা ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ডিরেক্টর নাসরিন রাব রুবা, রেড বিউটি স্টুডিও অ্যান্ড স্যালুন উজালা লিমিটেডের কর্ণধার আফরোজা পারভীন, আনুখির ডিজাইনার হুমায়রা খান, বিবিয়ানা ফ্যাশন হাউজের কর্ণধার লিপি খন্দকার, টিভি ব্যক্তিত্ব দিলারা জামান, শর্মিলী আহমেদসহ আরো অনেকে। উদ্বোধনী অনুষ্ঠানের দ্বিতীয় দিন বিশেষ অতিথি থাকবেন বিজিএমইএ সভাপতি মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক।

উইমেন লিডারশিপ করপোরেশনের (ডব্লিউএলসি) সভাপতি মারিয়া মৃত্তিকের বরাত দিয়ে জানানো হয়, যেসব নারী সমাজে নিজ উদ্যোগে প্রতিনিয়ত নতুন কিছু সৃষ্টি করেছেন এবং সব বাধা পেরিয়ে নিজ জায়গায় সফলতা পেয়েছেন তাদের জন্যই এবারের আয়োজন। করপোরেট প্রফেশনাল, কন্ট্রিবিউশন ইন এডুকেশন, ওয়েডিং ইভেন্ট প্ল্যানার, ইভেন্ট অর্গানাইজার, বেকার, মেকআপ আর্টিস্ট, ফ্যাশন ডিজাইনার, মডেস্ট ক্লদিং, ফটোগ্রাফার, রেস্টুরেন্ট, কন্ট্রিবিউশন ইন উইমেন এমপাওয়ারমেন্ট, পাইওনিয়ার ইন হারবাল প্রডাক্ট, জুয়েলারি ডিজাইনার, বেস্ট পার্টনার উইমেন ইন পেমেন্ট টেকনোলজি, কন্ট্রিবিউশন ইন লেদার ইন্ডাস্ট্রি ইনফ্লুয়েন্সার ক্যাটাগরিগুলোতে মোট ১৬ জন নারীকে সম্মাননা দেয়া হবে।

আগামীকাল উদ্বোধনী অনুষ্ঠানে সফল নারী নেতৃত্বদের পুরস্কার প্রদানের পাশাপাশি থাকছে ল্যাবএইডের হেলথ সেশন। সঙ্গে থাকছে লাক্স তারকা বিদ্যা সিনহা মিম, মডেল অভিনেত্রী নুসরাত ফারিয়ার নৃত্য পরিবেশনা, কণ্ঠশিল্পী কনার গানসহ জমকালো ফ্যাশন শোর আয়োজন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন