নারী দিবস উপলক্ষে আইসিএবির বিশেষ অনুষ্ঠান

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আইসিএবি নারী সদস্যদের ক্ষমতায়ন নেতৃত্ব উন্নয়ন কমিটি গতকাল কারওরান বাজারের সিএ ভবনে এক বিশেষ আনুষ্ঠানের আয়োজন করে। শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

শিক্ষামন্ত্রী বলেন, কভিড-১৯ মহামারী চলাকালে কেবল বাংলাদেশে নয়, সারা বিশ্বেই নারীদের অনেক বড় চ্যালেঞ্জ গ্রহণ করতে হয়েছে। এখন পুরুষের পাশাপাশি পরিবারে নারীর ভূমিকাও গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। তিনি আরো বলেন, নারীশিক্ষায় বাংলাদেশ একটি রোল মডেল হয়ে উঠেছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে আইসিএবির সভাপতি মাহমুদউল হাসান খসরু বলেন, নারীরা বিভিন্ন চ্যালঞ্জে থাকা সত্ত্বেও এগিয়ে যাচ্ছে এবং সফল হচ্ছে। তিনি আরো বলেন, সিএ ডিগ্রি অবশ্যই নারীদের ক্ষমতায়নে সহায়তা করবে এবং তাদের সমাজিক মর্যাদা বৃদ্ধি করবে।

লিঙ্গবান্ধব পরিবেশ তৈরিতে আইসিএবি কর্তৃক গৃহীত কয়েকটি উদ্যোগের কথা উল্লেখ করে সাফার মহিলা নেতৃত্ব কমিটির চেয়ারপারসন আইসিএবির ভাইস প্রেসিডেন্ট মারিয়া হাওলাদার বলেন, ২০২১ সালে কমিটি চারটি খাতের ওপর বিশেষভাবে ওপর জোর দিচ্ছে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সরকারের সাবেক সচিব জয়িতা ফাউন্ডেশনের এমডি আফরোজা খান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতেমা ইয়াসমিন, পরিকল্পনা কমিশনের শিল্প জ্বালানি বিভাগের সদস্য (সচিব) শরীফা খান, দেশের প্রথম নারী সিএ সুরাইয়া জান্নাথ খান, আইসিএবির ভাইস প্রেসিডেন্ট মো. আবদুল কাদের জোয়াদ্দার প্রমুখ। বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন