কোটি টাকা অবৈধ আয়ের অভিযোগ

কুষ্টিয়ায় প্রধান শিক্ষক ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

বণিক বার্তা প্রতিনিধি, কুষ্টিয়া

কুষ্টিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক তার স্ত্রীর বিরুদ্ধে স্কুলের সম্পত্তি আত্মসাৎ অবৈধভাবে কোটি টাকা আয়ের অভিযোগ উঠেছে। এসব অভিযোগে তাদের নামে পৃথক দুটি মামলা করেছে কুষ্টিয়া দুদকের সমন্বিত কার্যালয়। অভিযুক্তরা হলেন কুষ্টিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক খলিলুর রহমান (৫৭) তার স্ত্রী বিলকিস রহমান (৪৭) গতকাল বিকালে কুষ্টিয়া জেলা দায়রা জজ আদালতের বিচারক (দায়িত্বপ্রাপ্ত) তহিদুল ইসলামের আদালত মামলা দুটি আমলে নেন।

মামলা সূত্রে জানা যায়, ২০০২ সালের অক্টোবর থেকে ২০২০ সালের আগস্ট পর্যন্ত খলিলুর রহমানের স্ত্রী বিলকিস রহমানের বৈধ উৎসবহির্ভূত আয় ছিল ৫৫ লাখ ৩৩ হাজার ৫৬৪ টাকা। অন্যদিকে ২০১৫ সালের ফেব্রুয়ারি থেকে ২০২০ আগস্ট পর্যন্ত খলিলুর রহমানের অবৈধ আয়ের পরিমাণ ছিল ৫২ লাখ ৫৫ হাজার ১৬৯ টাকা।

বিষয়ে জানতে কুষ্টিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক খলিলুর রহমানের মুঠোফোনে কল করলে তা বন্ধ পাওয়া যায়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন