রাজশাহী ও রংপুর বিভাগ

এক বছরে নিপীড়নের শিকার ১৯ ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী-শিশু

বণিক বার্তা প্রতিনিধি, রাজশাহী

গত এক বছরে রাজশাহী রংপুর বিভাগে নিপীড়নের শিকার হয়েছে ১৯ ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী শিশু। এসব নির্যাতনের মধ্যে ছিল ধর্ষণ, গণধর্ষণ, অপহরণের পরে ধর্ষণ, ধর্ষণের পরে হত্যা, শারীরিক লাঞ্ছনা, ধর্ষণের চেষ্টা, অপহরণ এবং অপহরণের চেষ্টা। ২০২০ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ঘটে যাওয়া এসব ঘটনার অধিকাংশই ঘটেছে শেষ চার মাসে। আদিবাসী নারী শিশু কল্যাণ সংস্থার (এএসএসকেএস) এক প্রতিবেদনে এমন তথ্য জানা যায়। গতকাল প্রতিবেদন প্রকাশ করেছে বেসরকারি সংস্থাটি।

সংগঠনটির সভাপতি বাসন্তি মুর্মু জানান, নিজস্ব গবেষণা গণমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে তারা তথ্য প্রকাশ করেছেন।

সংস্থাটি জানাচ্ছে, গত বছরে ধর্ষণ গণধর্ষণের শিকার হয়েছে সাতজন। ধর্ষণের পর হত্যা করা হয়েছে একজনকে। ধর্ষণ চেষ্টার শিকার হয়েছে নয়জন। শারীরিক লাঞ্ছনা আক্রমণের শিকার হয়েছে একজন। অপহরণের শিকার হয়েছেন একজন। এসব ঘটনায় অভিযুক্তদের মাত্র দুজনের শাস্তির আওতায় এসেছে। এখনো বেশির ভাগ ঘটনায় মামলা চলমান।

বাসন্তি মুর্মু জানান, সংগঠিত অপরাধের যথাযথ বিচার না হওয়ায় একই অপরাধ বার বার সংঘটিত হচ্ছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন