প্রথম প্রান্তিকে সমতা লেদারের শেয়ারপ্রতি লোকসান ৩ পয়সা

নিজস্ব প্রতিবেদক

চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) সমতা লেদার কমপ্লেক্স লিমিটেডের শেয়ারপ্রতি লোকসান হয়েছে পয়সা, যেখানে আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল পয়সা। ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৩৩ পয়সা।

৩০ জুন সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি সমতা লেদার। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২৮ পয়সা। ৩০ জুন প্রতিষ্ঠানটির এনএভিপিএস দাঁড়ায় ১৪ টাকা ৩৯ পয়সা, আগের হিসাব বছর শেষে যা ছিল ১৪ টাকা ৬১ পয়সা।

২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল সমতা লেদার। লোকসানের কারণে তার আগের তিন হিসাব বছরে কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সমতা লেদারের শেয়ার সর্বশেষ ১০৬ টাকা ৯০ পয়সায় হাতবদল হয়েছে। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৮৬ টাকা ৯০ পয়সা ১৪৬ টাকা।

১৯৯৮ সালে পুঁজিবাজারে আসা কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১০ কোটি ৩২ লাখ টাকা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন