স্মার্টওয়াচের বৈশ্বিক বাজারের ৫১% অ্যাপলের দখলে

বণিক বার্তা ডেস্ক

স্বাস্থ্য ফিটনেস টুলের জগতে আবারো কর্তৃত্বপূর্ণ স্থান দখল করে নিয়েছে অ্যাপল স্মার্টওয়াচ। ২০২০ সালে স্মার্টওয়াচের জগতে বৈশ্বিক ৫১ শতাংশ শেয়ার ছিল অ্যাপলের দখলে। চলতি সপ্তাহের এক প্রতিবেদনে এমনটা দেখা যায়। খবর আইএএনএস।

গত বছর অ্যাপল স্মার্টওয়াচের চালান ১৩৯ দশমিক শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৬ লাখ ইউনিট। ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) তথ্যমতে, গত বছর বৈশ্বিক বাজারে থার্ড পার্টি অপারেটিং সিস্টেম দ্বারা চালিত স্মার্টওয়াচগুলোর শেয়ার ছিল ২৪ দশমিক শতাংশ। সেখানে অ্যাপলের স্মার্টওয়াচ ৫১ শতাংশ শেয়ার নিয়ে বাজারে কর্তৃত্ব করেছে।

আইডিসি ইন্ডিয়ার গবেষণা পরিচালক নাভকেন্দর সিং জানান, ভারতে অ্যাপলের সিরিজের স্মার্টওয়াচগুলো ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। অ্যাপল স্মার্টওয়াচগুলোতে মূল্যহ্রাস বিভিন্ন -টেইলার চ্যানেল কর্তৃক মূল্যছাড়ের কারণে সিরিজ দুটি ভারতে ব্যাপক জনপ্রিয়তা পায়।

বছরের চতুর্থ প্রান্তিকে অ্যাপলের সিরিজের স্মার্টওয়াচগুলো বিশ্বব্যাপী কোটি ২৯ লাখ ইউনিট বিক্রি হয়েছে, যা বৈশ্বিক বাজারের ৪০ শতাংশ।

অ্যাপল স্মার্টওয়াচ ব্যবহারকারীরা এর মাধ্যমে তাদের আইফোনে নিজ হূদযন্ত্রের হাল অবস্থা জানতে পারেন। একই সঙ্গে যখন হূদযন্ত্রের স্পন্দন কমে যায়, তখন সতর্কবার্তা দেয়। অ্যাপল স্মার্টওয়াচের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের হাঁটা, দৌড়ানো হাইকিংয়ের সময় অক্সিজেনের মাত্রাও দেখতে পারেন। এসব সুবিধার কারণে অ্যাথলেটরা তাদের সুস্থতার বিষয়ে সবসময় সচেতন থাকতে পারেন।

এছাড়াও ইসিজি, রক্তচাপ পরিমাপের মতো সুবিধাগুলোও অ্যাপল স্মার্টওয়াচের ফিচারগুলোতে অন্তর্ভুক্ত রয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন