হাইড্রোজেন ইকোনমি ও প্রযুক্তি উন্নয়ন

আরব আমিরাতের সঙ্গে দক্ষিণ কোরিয়ার দুই চুক্তি

বণিক বার্তা ডেস্ক

হাইড্রোজেন ইকোনমির (তেলের পরিবর্তে হাইড্রোজেন ব্যবহার) উন্নয়ন, শিল্প প্রযুক্তিগত নীতি প্রণয়নে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) দক্ষিণ কোরিয়া মৈত্রী স্থাপন করেছে। সংযুক্ত আরব আমিরাতের শিল্প উন্নত প্রযুক্তিবিষয়ক মন্ত্রণালয় এবং দক্ষিণ কোরিয়ার শিল্প, বাণিজ্য জ্বালানি মন্ত্রণালয় শুক্রবার -সংক্রান্ত দুটি চুক্তি স্বাক্ষর করেছে। খবর ন্যাশনাল নিউজ।

প্রথম চুক্তির আওতায় দেশ দুটি হাইড্রোজেন বাণিজ্য পরিচালনায় জাতীয় আইন নীতিকে সহায়তা করতে সম্মত হয়েছে। বর্তমানে বিশুদ্ধ জ্বালানির চাহিদা বাড়ায় লাভজনক খাত হিসেবে হাইড্রোজেন বাণিজ্য উৎপাদনকারীদের কাছে জনপ্রিয়তা পেতে শুরু করেছে। আবুধাবি জাতীয় তেল কোম্পানি, মুবাদালা বিনিয়োগ প্রতিষ্ঠান, শিল্পপ্রতিষ্ঠান এডিকিউ এইচটুকোরিয়ার সমন্বয়ে গঠিত আবুধাবি হাইড্রোজেন জোট এশিয়ার দেশগুলোর সরকারি বেসরকারি হাইড্রোজেন জ্বালানি শিল্পের প্রতিনিধিত্ব করছে। সংযুক্ত আরব আমিরাত দক্ষিণ কোরিয়ার এই চুক্তি আবুধাবি হইড্রোজেন জোটের মধ্যে সহযোগিতার পথকে আরো প্রশস্ত করবে।

চুক্তির আওতায় দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো যৌথভাবে হাইড্রোজেন, কার্বনের পুনর্ব্যবহার উপযোগিতা এবং দূষণমুক্ত প্রযুক্তি শিল্পপ্রতিষ্ঠানের সম্ভাব্যতা সমীক্ষা পরীক্ষামূলক প্রকল্প পরিচালনা করবে।

অন্যদিকে দ্বিতীয় চুক্তি অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাত দক্ষিণ কোরিয়া তাদের নিজ নিজ দেশের শিল্প বিকাশে সেরা কৌশল বিনিময় করবে। এর মাধ্যমে দেশ দুটি শিল্প খাতকে উন্নয়ন করতে পারবে বলে আশা করছে। চুক্তির মূল খাতগুলো হলো চিকিৎসা প্রযুক্তি, সৌর প্রযুক্তি, কৃষি প্রযুক্তি চতুর্থ শিল্প বিপ্লব।

সংযুক্ত আরব আমিরাতের শিল্প উন্নত প্রযুক্তিমন্ত্রী . সুলতান আল জাবের জানান, চুক্তিগুলো সংযুক্ত আরব আমিরাতের শিল্প খাতকে শক্তিশালী করবে। পাশাপাশি দেশটির বহুমুখী উন্নয়ন, বৈদেশিক সরাসরি বিনিয়োগে বাস্তুসংস্থান উন্নয়ন এবং গবেষণা খাতকে সমৃদ্ধ করবে। প্রযুক্তিগত জ্ঞানভিত্তিক অর্থনীতির ধারায় এগিয়ে যেতে দক্ষিণ কোরিয়াকে আদর্শ অংশীদার বলে মনে করছেন তিনি।

মধ্যপ্রাচ্য দক্ষিণ আফ্রিকা অঞ্চলে কোরিয়ার সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার সংযুক্ত আরব আমিরাত। গত বেশ কয়েক বছরে এই দুটি অর্থনীতি প্রযুক্তি, প্রতিরক্ষা, সংস্কৃতি, শিক্ষা, নবায়নযোগ্য খাত, পরমাণু জ্বালানি সংশ্লিষ্ট অন্যান্য খাতে তাদের বাণিজ্য সম্প্রসারণ করেছে।

দক্ষিণ কোরিয়ার শিল্প বাণিজ্য জ্বালানিমন্ত্রী সাং-উন মো বলেন, চুক্তি দুটি ভবিষ্যৎ শিল্পপ্রতিষ্ঠান সম্ভাবনাময় উদ্যোগগুলোকে সামনে এগিয়ে নিতে সহায়ক হবে। কোরিয়া স্বল্প-কার্বন প্রযুক্তি আইটি খাতকে সমৃদ্ধ করার লক্ষ্যে ইউএইর সঙ্গে বিদ্যমান অংশীদারিত্ব আরো বাড়াতে চায়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন