আটদিনে সর্বোচ্চ মৃত্যু

আরো ৫৪০ জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক

দেশে করোনায় আক্রান্ত হয়ে গতকাল আরো ১০ জনের মৃত্যু হয়েছে। গত আটদিনে মৃত্যুর সংখ্যা সর্বোচ্চ। এর আগে গত ২৬ ফেব্রুয়ারি ১১ জনের মৃত্যু হয়েছিল। গতকাল নতুন করে ৫৪০ জনের শরীরে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়েছে। করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বিকালে এমন তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে ১১৮টি আরটি-পিসিআর ল্যাব, ২৯টি জিন-এক্সপার্ট ল্যাব ৭২টি র্যাপিড অ্যান্টিজেন ল্যাবে ১৩ হাজার ৮২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৩১ লাখ ৭৫ হাজার ৭৭৯ এবং বেসরকারি ব্যবস্থাপনায় লাখ ৫৬ হাজার ৩৩৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

গতকাল পর্যন্ত দেশে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে লাখ ৪৯ হাজার ৭২৪ জন এবং মারা গেছেন হাজার ৪৫১ জন করোনা রোগী। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার সংখ্যা বিবেচনায় শনাক্তের হার দশমিক ১৩ শতাংশ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন