মাইডাসের ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট আজ

নিজস্ব প্রতিবেদক

বিশেষ সাধারণ সভা (ইজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট থাকায় আজ মাইডাস ফাইন্যান্সিং লিমিটেডের শেয়ার লেনদেন বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে তথ্য জানা গেছে।

মাহফেল হক অ্যান্ড কোম্পানির পরিবর্তে আগামী বার্ষিক সাধারণ সভা (এজিএম) পর্যন্ত সময়ের জন্য হুদা ভাসি চৌধুরী অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসকে স্ট্যাচুটরি অডিটর হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে মাইডাস ফাইন্যান্সিং লিমিটেড। সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য কোম্পানিটিকে বিভিন্ন নিয়ন্ত্রক কর্তৃপক্ষের পাশাপাশি শেয়ারহোল্ডারদেরও অনুমোদন নিতে হবে। শেয়ারহোল্ডারদের সম্মতি নেয়ার লক্ষ্যে প্রতিষ্ঠানটি ৩০ মার্চ সকাল ১০টায় ডিজিটাল প্লাটফর্মে ইজিএম আহ্বান করেছে। -সংক্রান্ত রেকর্ড ডেট আজ।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) মাইডাস ফাইন্যান্সিংয়ের সম্মিলিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩১ পয়সা, যেখানে আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল টাকা ১২ পয়সা। তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ইপিএস হয়েছে ৩৮ পয়সা, যেখানে আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ২৯ পয়সা। ৩০ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির সম্মিলিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ১৭ পয়সা।

সর্বশেষ ঋণমান অনুযায়ী, মাইডাস ফাইন্যান্সিংয়ের এনটিটি রেটিং দীর্ঘমেয়াদে স্বল্পমেয়াদে এসটি-থ্রি ২০১৯ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে প্রত্যয়ন করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআর)

২০১৯ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের মোট শতাংশ লভ্যাংশ দিয়েছে মাইডাস ফাইন্যান্সিং।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন