নারী দিবসে ‘বিজয়িনী’

ফিচার প্রতিবেদক

শারীরিক প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও রিকশা চালিয়ে সংসারের হাল ধরেছেন রোজিনা। সেরিব্রাল পালসিতে আক্রান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হূদয় সরকারকে নিয়ে যুদ্ধের জন্য বিশ্বের ১০০ অনুপ্রেরণাদায়ী মায়ের তালিকায় আসন করে নিয়েছেন মা সীমা সরকার। গণপরিবহনে নারীর প্রতি হয়রানি রোধে নারীদের স্কুটি প্রশিক্ষণ দিয়ে তাদের চলার পথকে নিরাপদ করে চলেছেন আতিকা রোমা।

যাহা যাহা পুরুষ পারিবে, তাহা তাহা নারীও পারিবে। বেগম রোকেয়ার কথা আজ বিশ্বময় সত্য। দেশের প্রেক্ষাপটেও তাই। রোজিনা, সীমা, রোমার গল্পগুলো যেন সে কথাই বলে। তাদের গল্পগুলো হতে পারে অন্য নারীদের জন্য অনুপ্রেরণার।

মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীদের অনুপ্রেরণায় নারী দিবসকে কেন্দ্র করে নির্মিত হয়েছে বিশেষ অনুষ্ঠান বিজয়িনী যেখানে উপস্থিত থাকবেন রোজিনা, সীমা সরকার আতিকা রোমা। শোনাবেন তাদের জীবনযুদ্ধের নানা গল্প। ফেরদৌসী আহমেদ চৌধুরী লিপির উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন কুইন রহমান। আন্তর্জাতিক নারী দিবসে অনুষ্ঠানটি প্রচার হবে এটিএন বাংলায় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন