ভারতে রেডমি স্মার্টটিভি নিয়ে আসছে শাওমি

বণিক বার্তা ডেস্ক

ভারতে এরই মধ্যে শীর্ষ তিন স্মার্টটিভি ব্র্যান্ডের মধ্যে জায়গা করে নিয়েছে চীনা টেক জায়ান্ট শাওমি। জনপ্রিয়তার কথা মাথায় রেখে এবার রেডমি ব্র্যান্ডের আওতায় স্মার্টটিভি নিয়ে আসছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে দেশটির স্মার্ট টিভি বিভাগে শাওমির অবস্থান আরো দৃঢ় করবে বলে মনে করা হচ্ছে। খবর পিটিআই।

খুব শিগগিরই ভারতের বাজারে তিনটি স্ক্রিন সাইজের রেডমি স্মার্টটিভি আসতে পারে। গত বছর রেডমি এক্স সিরিজের ৫০ ইঞ্চি, ৫৫ ইঞ্চি ৬৫ ইঞ্চি পর্দার তিনটি টিভি চীনের বাজারে ছেড়েছিল। টিভিগুলোই এবার ভারতের বাজারে ছাড়া হবে বলে মনে করা হচ্ছে।

২০১৮ সালে স্মার্টটিভি চালু করার সময়ই প্রতিষ্ঠানটির লক্ষ্য ছিল ভারতে কার্যক্রম সম্প্রসারণ করা এবং বিভাগকে স্বতন্ত্র করে তোলা। শাওমি ইন্ডিয়ার ক্যাটাগরি লিড (স্মার্টটিভি) ইশ্বর নিলকান্তন বলেন, ২০১৮ সালে ভারতের বাজারে প্রবেশের সময় মোট টিভির ১৮ শতাংশ ছিল স্মার্ট। পরবর্তী সময়ে স্মার্টটিভির বাজার অংশীদারিত্ব ৫৫ শতাংশে উন্নীত হয়েছে। বাজার বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের টিভি বিক্রিও বেড়েছে। এখন পর্যন্ত বাজারে আমরা ৫০ লাখের বেশি স্মার্টটিভি বিক্রি করেছি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন