৪ সপ্তাহ অন্তর ক্রোমের আপডেট দেবে গুগল

বণিক বার্তা ডেস্ক

ক্রোম ব্রাউজারের আপডেট সাইকেলকে কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে বৈশ্বিক সার্চ জায়ান্ট গুগল। সম্প্রতি গুগল বলছে, ক্রোমের নিয়মিত ভার্সনে প্রতি চার সপ্তাহ অন্তর নতুন আপডেট সংযোজন করবে তারা। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই থেকে সেপ্টেম্বর) ক্রোম ৯৪-এর সঙ্গে নতুন গতিতে আপডেট কার্যক্রম শুরু করবে সংস্থাটি। এর আগে প্রতি ছয় মাস অন্তর ছোটখাটো সংযোজনের মাধ্যমে নতুন আপডেট রিলিজ করত সার্চ ইঞ্জিন জায়ান্টটি। খবর জেডডি নেট।

গুগল ক্রোম অপারেশনসের টেকনিক্যাল প্রোগ্রাম ম্যানেজার অ্যালেক্স মাইনার এক ব্লগ পোস্টে বলেন, ক্রমের নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা এবং নতুন আপডেট রিলিজের মাধ্যমে ব্রাউজারটির উন্নতির কারণে এর রিলিজ সাইকেলকে কমিয়ে আনা হয়েছে।

গুগল বলছে, পরিবর্তনের ধারাবাহিকতায় ক্রোমের একটি স্থায়ী ভার্সন সরবরাহ করবে তারা, যা উদ্যোক্তা এবং ক্রমিয়াম ব্রাউজার ব্যবহারকারীদের জন্য সহায়ক হবে। কারণ বারবার গুগলের ফিচার পরিবর্তনের মতো যথেষ্ট সময় তাদের হাতে নেই।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন