কমনওয়েলথের অনুপ্রেরণাদায়ী শীর্ষ নারী নেতাদের তালিকায় শেখ হাসিনা

বণিক বার্তা অনলাইন

কমনওয়েলথভুক্ত দেশগুলোর জন্য অনুপ্রেরণাদায়ী নারী নেতাদের তালিকায় এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার যুক্তরাজ্যের বাংলাদেশ হাই কমিশনের এক বিবৃতিতে কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড কিউসিকে উদ্ধৃত করে এ তথ্য জানানো হয়।

সাফল্যের সঙ্গে করোনা মহামারী মোকাবেলার স্বীকৃতি হিসেবে শেখ হাসিনার সঙ্গে এ তালিকায় এসেছে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন এবং বারবাডোজের প্রধানমন্ত্রী মিয়া আমোর মোতলির নামও। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কমনওয়েলথের এক বিশেষ ঘোষণায় এই তিন নারী প্রধানমন্ত্রীকে স্বীকৃতি দেয়া হয়।

কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া বলেন, ‘আমি সবসময়ই অনেক নারী ও মেয়েদের দেখে অনুপ্রাণিত হই, আর এবার আমাদের কমনওয়েলথের দেশগুলোতে নিজ নিজ দেশে কভিড-১৯ মহামারীর নেতৃত্বের জন্য তিনজন অসাধারণ নেতার নাম নিতে চাই, তারা হলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন, বারবাডোজের প্রধানমন্ত্রী মিয়া আমোর মোতলি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন