মমতার জোড়াফুলের প্রার্থী হচ্ছেন একঝাঁক তারকা

বণিক বার্তা অনলাইন

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন বর্তমান মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসন্ন নির্বাচনে তার দল তৃণমূল কংগ্রেসের জোড়াফুল প্রতীকের প্রার্থী হচ্ছেন একঝাঁক টালিউডের একঝাঁক তারকা শিল্পী।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে ২৯১ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন। তিনটি আসন তিনি ছেড়ে দিয়েছেন দার্জিলিংয়ের গোর্খা জনমুক্তি মোর্চার প্রার্থীদের জন্য।

আজ দুপুরে মমতার কালীঘাটের বাসভবনের দলীয় অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রার্থী তালিকা ঘোষণা করেন। রাজ্য বিধানসভায় রয়েছে ২৯৪টি আসন। রাজ্যে মমতার দলই প্রথম, যারা আজ প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করেছে। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্যটিতে নির্বাচন শুরু হবে এ মাসের ২৭ তারিখ। আর শেষ হবে এপ্রিলের ২৯ তারিখ। ফলাফল ঘোষণা হবে ২ মে।

মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকা ঘোষণা করে বলেন, এবার দলের ৮০ বছরের বেশি বয়সীদের মনোনয়ন দেওয়া হয়নি। তবে এ রাজ্যে গড়া হবে বিধান পরিষদ। সেই পরিষদে তাদের সদস্য করা হবে । এ ছাড়া এবার ৫০ জন নারীকে মনোনয়ন দেওয়া হয়েছে।

টালিউডের যেসব চলচ্চিত্র তারকা মনোনয়ন পেয়েছেন, তাদের মধ্যে রয়েছেন চিরঞ্জিত, সোহম চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, রাজ চক্রবর্তী, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, অদিতি মুন্সী, সায়নী ঘোষ, ইন্দ্রনীল সেন, জুন মালিয়া, কৌশানি মুখোপাধ্যায় প্রমুখ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন