আরো ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৩৫

বণিক বার্তা অনলাইন

দেশে নভেল করোনাভাইরাসে সংক্রমিত হয়ে একদিনে আরো ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ৮ হাজার ৪৪১ জনের মৃত্যু হল। একই সময়ে নতুন করে আরো  ৬৩৫ জনের শরীরে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হয়েছে। এ পর্যন্ত দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৪৯ হাজার ১৮৪-তে দাঁড়িয়েছে।

আজ শুক্রবার ( ৫ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে দেশের সর্বমোট ২১৯টি ল্যাবের তথ্য তুলে ধরে জানানো হয়, গেল ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৭১০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৪১ লাখ ১৯ হাজার ৩১টি নমুনা।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৪ দশমিক ৬৩ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৩৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ২৫ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ।

এসময়ে ৬৭৬ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৫ লাখ ১ হাজার ১৪৪ জন হয়েছে।

গত একদিনে মারা যাওয়া ছয়জনের মধ্যে চারজন পুরুষ এবং দুজন নারী। তাদের সবাই হাসপাতালে মারা গেছেন। তাদের ৪ জনের বয়স ৬০ বছরের বেশি এবং ১ জন করে মোট ২ জনের বয়স ৫১ থেকে ৬০ ও ২১ থেকে ৩০ বছরের মধ্যে ছিল। মৃতদের মধ্যে ৩ জন ঢাকা বিভাগের, ২ জন চট্টগ্রাম বিভাগের এবং ১ জন খুলনা বিভাগের বাসিন্দা ছিলেন।  

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন