যে কোন মৃত্যুই দুঃখজনক, সীমান্ত হত্যা নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী

বণিক বার্তা অনলাইন

বাংলাদেশ-ভারত সীমান্তে সংঘটিত হত্যাকাণ্ড বন্ধে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথিভবনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের করা প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন, ‘দেখুন, ভারতের অভ্যন্তরেও অনেক হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকে।... আমরা বিষয়টি (সীমান্ত হত্যা) নিয়ে আলোচনা করেছি, প্রতিবেশী এবং বন্ধু হিসেবে যা করা উচিৎ। আমরা একমত হয়েছি যে, প্রতিটি হত্যাকাণ্ডই দুঃখজনক। কিন্তু আমরা নিজেদের প্রশ্ন করেছি, সমস্যার মূল কারণ কি? আমরা সমস্যাটা জানি, সমস্যাটা হচ্ছে অপরাধমূলক কর্মকাণ্ড।’

তিনি বলেন, আমাদের যৌথভাবেই লক্ষ্য হওয়া উচিত অপরাধবিহীন ও মৃত্যুবিহীন সীমান্ত এবং আমি নিশ্চিত এটা যদি আমরা করতে পারি, তাহলে আমরা কার্যকরভাবে এই সমস্যার সমাধান করতে পারবো।

এর আগে আজ বৃহস্পতিবার (৪ মার্চ) সকালে ঢাকা পৌঁছান ভারতের পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরসূচি চূড়ান্ত করতে এসেছেন তিনি। 

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সংবাদ সম্মেলনে দুদেশের সম্পর্ক ভবিষ্যতে কেমন হবে এ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে বলেন, ‘এমন কোনও ক্ষেত্র নেই, যেখানে আমরা একসঙ্গে কাজ করছি না। যদি আমাকে জিজ্ঞাসা করেন ৫০ বছর পার হয়ে গেছে এবং পরের ২০ বছর কি করা যেতে পারে। আমি বলবো কনেক্টিভিটি।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন