১০ মাস পর কারামুক্ত হলেন কার্টুনিস্ট কিশোর

বণিক বার্তা অনলাইন

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার হয়ে দশ মাস কারাগারে থাকার পর জামিনে মুক্তি পেয়েছেন কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর। আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১২টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে মুক্তি পেয়ে বেরিয়ে আসেন কিশোর।

এ তথ্য নিশ্চিত করে জেল সুপার আবদুল জলিল গণমাধ্যমে জানান, জামিনের কাগজপত্র আমরা ১১টার দিকে পেয়েছি। সেগুলো যাচাই-বাছাই শেষে কিশোরকে মুক্তি দেওয়া হয়েছে।

এর আগে গতকাল বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ কিশোরকে ছয় মাসের জন্য জামিন দেন। একই মামলায় কিশোরের সঙ্গে গ্রেফতার লেখক ও ব্যবসায়ী মুশতাক আহমেদ গত ২৫ ফেব্রুয়ারি গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে মারা যান।

কিশোরকে কারাফটক থেকে গ্রহণ করতে তার কয়েকজন আত্মীয়-বন্ধু সেখানে উপস্থিত হয়েছিলেন। তিনি বেরিয়ে আসার পর তাদের সঙ্গে সাদা রঙের গাড়িতে করে চলে যান। এ সময় কারাগারের বাইরে সাংবাদিকরা অপেক্ষা করলেও তাদের সঙ্গে কোন কথা বলেননি কিশোর।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন