সারা দেশে করোনার টিকা দেয়া হচ্ছে জেএমআইয়ের সিরিঞ্জে

সারা দেশে চলমান কভিড-১৯ প্রতিরোধক টিকাদান কর্মসূচিতে ব্যবহার হচ্ছে দেশীয় প্রতিষ্ঠান জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেডের সিরিঞ্জ। ভ্যাকসিন প্রয়োগের জন্য প্রতিষ্ঠানটি থেকে কোটি ৩০ লাখ পিস অটো ডিজেবল (এডি) সিরিঞ্জ কিনেছে স্বাস্থ্য অধিদপ্তর। সিরিঞ্জ সরবরাহের পাশাপাশি ব্যবহার-পরবর্তী ব্যবস্থাপনাও নিশ্চিত করেছে জেএমআই। ফলে টিকাদানের সময় কোনো ধরনের রোগ জীবাণু পরিবেশে ছড়িয়ে পড়ার সুযোগ নেই।

গতকাল রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে সস্ত্রীক করোনাভাইরাস প্রতিরোধী টিকা গ্রহণ করেন জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক আবদুর রাজ্জাক। সময় তিনি গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন। সেখানে তিনি বলেন, বিগত বছরগুলোয় নানা প্রতিকূলতার মধ্যেও আমাদের কোম্পানির উৎপাদিত পণ্যের মান আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত হয়েছে। করোনার দুঃসময়ে একদিনের জন্যও আমরা কারখানা বন্ধ করিনি।বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন