বিমানবহরে যুক্ত হচ্ছে শ্বেতবলাকা

নিজস্ব প্রতিবেদক

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে যুক্ত হতে যাচ্ছে আরেকটি নতুন উড়োজাহাজ শ্বেতবলাকা কানাডার উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ডি হ্যাভিল্যান্ডের তৈরি ড্যাশ- মডেলের উড়োজাহাজটি আগামীকাল (শুক্রবার) বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। পরে এভিয়েশন ফ্যানফেয়ারের অংশ হিসেবে উড়োজাহাজটিকে ওয়াটার ক্যানন স্যালুট দিয়ে স্বাগত জানানো হবে। উড়োজাহাজটির নামকরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আধুনিক সব সুযোগ-সুবিধার সমন্বয়ে তৈরি উড়োজাহাজটিতে আসন রয়েছে ৭৪টি। উড়োজাহাজটি বিমানবহরে যুক্ত হওয়ায় অভ্যন্তরীণ স্বল্প দূরত্বের রুটে ফ্লাইট ফ্রিকোয়েন্সি বৃদ্ধি পাবে। ফলে রুটগুলোতে যাত্রীদের আরো উন্নত সেবা দেয়া সম্ভব হবে।

উল্লেখ্য, বাংলাদেশ কানাডা সরকারের মধ্যে জিটুজি ভিত্তিতে উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ডি হ্যাভিল্যান্ড বোম্বার্ডিয়ার অ্যারোস্পেস থেকে কেনা তিনটি ড্যাশ- উড়োজাহাজের প্রথমটি গত ২৭ ডিসেম্বর দ্বিতীয়টি ২৪ ফেব্রুয়ারি বিমানবহরে যুক্ত হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন