হজে যেতে করোনার টিকা বাধ্যতামূলক

নিজস্ব প্রতিবেদক

চলতি বছর পবিত্র হজে গমনেচ্ছুদের জন্য নভেল করোনাভাইরাসের টিকা নেয়া বাধ্যতামূলক করেছে সৌদি আরব সরকার। সৌদি স্বাস্থ্যমন্ত্রী ডা. তৌফিক আল রাবিয়াহ বছর হজে অংশ নিতে করোনা টিকা নেয়ার বিষযটি মূল শর্ত হিসেবে অন্তর্ভুক্ত করার নির্দেশনা দিয়েছেন। যারা টিকা নেবেন না তারা বছর হজে অংশ নিতে পারবেন না। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে তথ্য দিয়েছে দৈনিক আরব নিউজ।

ডা. তৌফিক আল রাবিয়াহ বলেন, হজের মাধ্যমে করোনাভাইরাসের বিস্তার যাতে না ছড়ায়, তাই এর আগেই কর্তৃপক্ষকে অবশ্যই পবিত্র মক্কা মদিনা মনোয়ারায় স্বাস্থ্য খাতে উপযুক্ত জনবলকে প্রস্তুত রাখতে হবে। যারা এবার হজ করবেন তাদের করোনা টিকা নেয়ার বিষয়টি নিশ্চিত করবেন তারা।

প্রতি বছর সারা বিশ্বের ২৫-৩০ লাখ মুসলমান পবিত্র হজ পালন করেন। বাংলাদেশ থেকেও লাখো মুসল্লি হজ পালনের উদ্দেশে সৌদি আরব যান। তবে করোনা মহামারীর কারণে ২০২০ সালে স্বল্প সংখ্যক মুসল্লি নিয়ে সীমিত পরিসরে পবিত্র হজ পালিত হয়। গত বছর সৌদি আরবে বসবাসরত দেশী-বিদেশী প্রায় ১০ হাজার মুসল্লিকে স্বাস্থ্যবিধি মেনে পবিত্র হজ করার অনুমতি দেয় সৌদি সরকার।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন