বিমান বাহিনীর বার্ষিক শীতকালীন মহড়া ‘উইনটেক্স-২০২১’ সমাপ্ত

বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক শীতকালীন মহড়া উইনটেক্স-২০২১ শেষ হয়েছে। ২৭ ফেব্রুয়ারি শুরু হওয়া মহড়া গতকাল শেষ হয়। বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি মহড়ার বিভিন্ন কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেন।

কমিউনিকেশন এক্সারসাইজ, লজিস্টিক এক্সারসাইজ লাইভ এক্সারসাইজ তিন ধাপে মহড়াটি শেষ হয়। সপ্তাহব্যাপী মহড়ার মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীর বিদ্যমান সমরাস্ত্রের কার্যকরী যুদ্ধ সক্ষমতা মূল্যায়ন করে এর দুর্বল দিকগুলো নির্ণয়ের সুপারিশ করা হয়। এসব সুপারিশ ভবিষ্যতে আরো উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বিশেষ ভূমিকা পালন করবে এবং বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা উন্নয়নে বিশেষ সহায়ক হবে।

মহড়ার অংশ হিসেবে গতকাল টাঙ্গাইল জেলায় অবস্থিত এয়ারফিল্ডে একটি বিশেষ অপারেশন (কম্ব্যাট সার্চ অ্যান্ড রেসকিউ) অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি হতে উড্ডয়নকারী যুদ্ধ বিমান হেলিকপ্টারসহ বিমান বাহিনীর চৌকস কমান্ডোরা অংশগ্রহণ করেন। একই দিন নোয়াখালী জেলার সুধারাম এয়ারফিল্ডে একটি বিশেষ এয়ার অপারেশন অনুশীলন করা হয়। আইএসপিআর

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন