নারী দিবসে ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে স্বপ্নদলের ‘হেলেন কেলার’

ফিচার প্রতিবেদক

মার্চ আন্তর্জাতিক নারী দিবস। দিনটি উপলক্ষে ইন্টারন্যাশনাল ভার্চুয়াল থিয়েটার ফেস্টিভ্যালে প্রদর্শিত হবে স্বপ্নদল নাট্যদলের হেলেন কেলার ভারতে নাট্য সংগঠন থিয়েটার ইন এডুকেশন আয়োজিত থিয়েটারাইভ্যাল ২০২১ শিরোনামের ইন্টারন্যাশনাল ভার্চুয়াল থিয়েটার ফেস্টিভ্যালে প্রদর্শনের জন্য আমন্ত্রিত হয়েছে বাংলাদেশের নাট্য সংগঠন স্বপ্নদলের মনোড্রামা হেলেন কেলার চার দিনব্যাপী অনলাইন উৎসবের সমাপনী দিন মার্চ। এদিন আন্তর্জাতিক নারী দিবস ২০২১ উপলক্ষে বাংলাদেশ সময় রাত ৯টায় (ভারতীয় সময় রাত সাড়ে ৮টা) থিয়েটার ইন এডুকেশন-এর ফেসবুক পেজ থেকে সম্প্রচার হবে হেলেন কেলার প্রযোজনাটি।


বিশ্বের বিস্ময় মহীয়সী নারী হেলেন কেলারের জীবন-কর্ম-স্বপ্ন-সংগ্রাম-দর্শনভিত্তিক একক অভিনয়ের নাটক হেলেন কেলার রচনা করেছেন অপূর্ব কুমার কুণ্ডু এবং নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। অভিনয় করছেন জুয়েনা শবনম। ফেস্টিভ্যালে বাংলাদেশ থেকে স্বপ্নদলের হেলেন কেলার ছাড়াও ফ্রান্স, পাকিস্তান ভারতের নাট্য প্রযোজনাও অন্তর্ভুক্ত রয়েছে।

দৃষ্টি, বাক শ্রবণপ্রতিবন্ধী হওয়া সত্ত্বেও প্রবল আত্মবিশ্বাস আর শিক্ষয়িত্রী অ্যান সুলিভানের অতিমানবিক প্রেরণার হেলেন কেলারের সব নেতিবাচকতার বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর কাহিনী নিয়ে আবর্তিত স্বপ্নদলের হেলেন কেলার প্রযোজনা। প্রসঙ্গত, হেলেন কেলার প্রযোজনাটি দেশে এবং দেশের বাইরে ২০১৮- জাপানে টোকিওর বাংলাদেশ দূতাবাসের আমন্ত্রণে ভারতের কলকাতায় প্রাচ্য নিউ আলিপুর আয়োজিত পূবের নাট্যগাথা আন্তর্জাতিক নাট্যোৎসব ২০১৮- প্রদর্শনীসহ এরই মধ্যে ৩১টি সফল মঞ্চায়নের মাধ্যমে প্রশংসিত হয়েছে। পাশাপাশি দেশের সীমা ছাড়িয়ে ভারতের রবীন্দ্রনগর নাট্যায়ুধ আয়োজিত ইন্টারন্যাশনাল ভার্চুয়াল থিয়েটার ফেস্টিভ্যাল ২০২০, ভারতের থিয়েটার শাইন আয়োজিত ইন্টারন্যাশনাল ভার্চুয়াল থিয়েটার ফেস্টিভ্যাল ২০২০ প্রভৃতিতে প্রদর্শনীর মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলেও সাড়া পেয়েছে নাটক হেলেন কেলার হেলেন কেলার প্রযোজনাটি কুয়েতের বিশ্বখ্যাত একটি নাট্যোৎসবে মঞ্চায়নের জন্যও আমন্ত্রিত হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন