১৯ মার্চ প্রেক্ষাগৃহে আসছে ‘স্ফুলিঙ্গ’

ফিচার প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে নির্মাতা তৌকীর আহমেদ নির্মাণ করেছেন চলচ্চিত্র স্ফুলিঙ্গ অগ্নিঝরা মার্চে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। ১৯ মার্চ প্রেক্ষাগৃহে আসছে ছবিটি।

মার্চ ছবির ট্রেলার প্রকাশ পেয়েছে। মিনিট ২১ সেকেন্ডের ট্রেলারে বঙ্গবন্ধুর ঐতিহাসিক মার্চের ভাষণ, মুক্তিযুদ্ধের অগ্নিঝরা দিন বর্তমান তারুণ্যের মেলবন্ধন ফুটিয়ে তোলা হয়েছে। ট্রেলার প্রকাশের আগে ভালোবাসা দিবসে ছবিটির তোমার নামে শিরোনামে একটি গান প্রকাশ পায়। এক মাসেরও কম সময়ে স্ফুলিঙ্গ ছবির শুটিং সম্পন্ন করেন নির্মাতা।

স্ফুলিঙ্গ গল্প গড়ে উঠেছে একটি ব্যান্ডকে ঘিরে। বঙ্গবন্ধুর আদর্শকে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতেই মূলত চলচ্চিত্রটি নির্মিত। ছবিতে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, পরীমনি, রওনক হাসান, শ্যামল মাওলা, আবুল হায়াত, মামুনুর রশীদ, শহীদুল আলম সাচ্চু, হাসনাত রিপন প্রমুখ। স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশনের প্রযোজনায় ছবির সংগীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন