ডিজনির অ্যানিমেশন ‘রায়া অ্যান্ড দ্য লাস্ট ড্রাগন’

শেষ ড্রাগনের খোঁজে রায়া

ফিচার প্রতিবেদক

মহামারী করোনাভাইরাসের কারণে বেশ কয়েকবার অ্যানিমেটেড সিনেমা রায়া অ্যান্ড দ্য লাস্ট ড্রাগন-এর মুক্তির তারিখ পিছিয়ে যায়। অবশেষে ওয়াল্ট ডিজনি স্টুডিও মার্চ মুক্তি দিতে চলেছে ছবিটি। পুরো ছবিটিই নির্মাণ করেছে ওয়াল্ট ডিজনি। স্টুডিওটি এর আগে জনপ্রিয় অ্যানিমেশন ছবি ফ্রোজেন নির্মাণ করেছিল।

রায়া অ্যান্ড দ্য লাস্ট ড্রাগন ছবির ভিজুয়ালসমৃদ্ধ ট্রেলার মুগ্ধ করছে দর্শকদের। ছবির গল্পে দেখা যাবে, বহুকাল আগে কুমন্দ্রা নামের এক কাল্পনিক পৃথিবীতে মানুষ ড্রাগন মিলেমিশে বাস করত। একসময় অশুভ শক্তির হুমকিতে পড়ে সেই সভ্যতা। তখন মানুষকে বাঁচাতে নিজেদের জীবন উৎসর্গ করেছিল ড্রাগনেরা। এর ৫০০ বছর পর সেই একই শয়তান আবারো ফিরে আসে। এবার ভেঙে পড়া পৃথিবী বিচ্ছিন্ন মানুষদের এক করতে সর্বশেষ কিংবদন্তি ড্রাগনটিকে খুঁজে বের করার দায়িত্ব পড়ে রায়া নামের মেয়েটির ওপর।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন